![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **
ভাইয়া,
আমি রোজ তোমার কন্ঠস্বর শুনি, কখনও দেখেনি সামনে ।
কি জান দিনকে দিন শ্রদ্ধা বাড়ে তোমার প্রতি, তুমি এমনি।
তোমার স্থিরতা, তোমার বুদ্ধিমত্তার উত্তর সবই সত্য
আর তোমার উপস্থিত উত্তরখানিও ধ্রুব সত্য।
আমি চাইতাম ও সঠিক দিশায় চলুক ও তার পাশাপাশি
তুমি ওকে অনেকখানি সত্যের পথে নিয়ে এসেছ ,
তুমি অসাধারন বন্ধু ওর, ওর জীবনের শ্রেষ্ঠ বন্ধু
তুমিহীনা শুধু আমার চিঠি ওকে ঠিক করতে পারত না ।
ও এখন অনেক পরিনত আর ভালমন্দ বুঝতে শিখেছে।
ভাইয়া, জান দিনকে দিন শ্রদ্ধা বাড়ে তোমার প্রতি, তুমি এমনি।
বোনটার প্রতি অশেষ শ্রদ্ধা আর ভালবাসা আমাকে অবাক করায়
জীবনে কবে আমার ভাইয়াটার সাথে দেখার সুযোগ হবে অপেক্ষায় আছি
ভাইয়া, সুযোগ আসুক আর না আসুক আমি তোমাকে দেখতে চাই।
কৃতজ্ঞচিত্তে তোমার আমার অশেষ ধন্যবাদ জানাতে চাই
শুধু তুমি না ভাইয়া আর ভাইয়া আপু যাদের আমি শুধু গলা শুনেছি
আমাকে তোমরা অনেক বেশী ভালবেসেছ আর আদরের পরশখানি দিয়েছ
আমি তোমাদের সকলকেই অশেষ শ্রদ্ধা, ভালবাসা আর অনুরাগ জানিয়ে যেতে চাই।
তোমাদের সকলকেই আমার খুব দেখতে ইচ্ছে করে
তোমাদের অনেক গিফট দিতে ইচ্ছে করে, গল্প করতে ইচ্ছে করে
তোমাদের জন্য ভাল মন্দ নিজের হাতে রেধে খাওয়াইতে ইচ্ছে করে।
তোমাদের ভালবাসা আর অনুরাগ সারাজীবন এভাবেই নিয়ে বইতে ইচ্ছে করে।
২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৯
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো +++++++
৩| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:০২
শুকনোপাতা০০৭ বলেছেন: ভালো লাগল খুব
৪| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৪
সায়েম মুন বলেছেন: ভাল লাগলো। শুভকামনা।
৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১:২১
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো +++++++
৬| ২০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
শুভ কামনা +++++
৭| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৩৭
বিষের বাঁশী বলেছেন: ভাইয়ারা আসলেই পঁচা! কেবল তাদের কন্ঠস্বরই শোনা যায়,<<, দেখতে পাওয়া যায় না।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪০
Kawsar Siddiqui বলেছেন: