![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতা, সুস্থ উপলোব্ধি ও সঠিক মূল্যবোধ ও সত্যিকারের ভালবাসার চর্চা হোক **
প্রিয়,
গত কদিন ধরে আমার উপর অনেক ঝড় যাচ্ছে ,
কোন এক অস্থির মুহুর্ত যাচ্ছে প্রতি মুহুর্ত
কিন্তু যখনি তোমার আর আমার ভালবাসা
মনে পড়ে আমি সব কিছু ভুলে যাই ।
গত রাতে তুমি আমাকে নিয়ে নিরুদ্দেশ
হয়ে যাবে শুনে আমার এত্ত ভাল লাগল ।
মনে হচ্ছিল আমার দুনিয়াটা ঝলমলিয়ে উঠেছে।
কি করে বোঝাই তোমাকে যে আমি সবচেয়ে
মধুর ভালবাসা মাখা সোহাগ দিতে চাই ।
আল্লাহ তালার কাছে বারে বারে তোওবা কাটি
তার চেয়ে আমি যে তোমাকেই স্মরন করি ।
তার চেয়ে যে তোমাকেই বেশী ভালবাসি
আর যখন তুমি সব ছেড়ে ছুড়ে আমার
কথাতেই অটল থাক, নিজেকে একদম লক্ষ্মী
বানিয়ে ফেল যেন মনে হয় আমি স্বর্গে আছি ।
ইতি
তোমার কল্লোলে রাঙ্গায়িত কল্লোলী
২| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
ইতি
তোমার কল্লোলে রাঙ্গায়িত কল্লোলী
+++
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৬:৫৫
সোনালী ডানার চিল বলেছেন:
বেশ লাগলো।
শুভকামনা রইলো......
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২
আমিনুর রহমান বলেছেন:
+++
৫| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২১
রাতুল_শাহ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১১:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: চিঠির নাম ইতি!! ভালো লেগেছে!