নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষের নেশায় মন উজালা
দে লো নাগিন দে দে জ্বালা
বুক পেতেছি নিজ ইচ্ছেতে
ছোঁবল দিতে কেনো হেলা ?
ছোঁবল দিলে বিষম জোরে
সব ভেসে যায় , কাজ ভেসে যায়
বিষের তোড়ে ।
দে দে ছোবল কালানাগিন ,
ও'লো নাগিন মনসা নাগিন
বিষ দেখি তোর কেমন তরো ।
বিষের নেশায় মন উজালা
দে লো নাগিন দে দে জ্বালা ।
প্রাণ পেতেছি , মন পেতেছি
সব রেখেছি বুক চিতিয়ে
আয়লো নাগিন ! দিবি নাগিন
বিষ ছিঁটিয়ে ।
২| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৪৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছন্দ ভালো লেগেছে্
ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৪
ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন
৪| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪২
হাসান মাহবুব বলেছেন: বাংলা সিনামার গান হইছে।
৫| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৬
ইমন তোফাজ্জল বলেছেন: ধন্যবাদ সবাইকে
৬| ০১ লা জুন, ২০১৭ রাত ৯:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
বাহ! নাটকের গান!
৭| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৫
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে