নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চা বিক্রি করি

ইমন তোফাজ্জল

ইমন তোফাজ্জল › বিস্তারিত পোস্টঃ

নদীমুখ

২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

নদীর তীর ধরেই হাঁটতে হয়। কিনারা ঘেষে ঘেষে। একটা নদী পার করা মানে একটা জীবন পার করা। জনপদে যা কিছু ঘটে এসবের ঘটকালী ঘটে নদীর ঘাটে। নদীর ঘটে আছে জনপদের সকল কাহিনী জমা। তাই লুকোনোর কিছু নেই, নেই লজ্জারও কিছু, বহুকাল থেকে নারীর ঋজঃস্রাবের রক্ত ধুয়ে ধুয়ে পুত পবিত্র রেখেছে নদী। সকল গুপ্তকথা নদীর খাতায় ব্যপ্ত হয়ে আছে হাজার পৃষ্ঠা জুড়ে। নদীর তীর ধরেই হাঁটবেন। আপনার অনেক কষ্ট। একজন ব্যর্থ
শিল্পী। আপনার যন্ত্রণা একজন সফলকাম শিল্পীর সুখের অধিক। নদীর কূলঘেষে হাঁটবেন আপনাকে সাফাই করবে সে। মল মূত্র, যন্ত্রণা সব। মরতেও পারবেন সুখে। লাশ অধিগ্রহনে নদীর জুড়ি মেলা ভার। নদী থেকেই নারী, নারী হতে শিখেছে। নদী থেকেই উত্তরাধীকার সূত্রে শাখা প্রশাখা, উরুসন্ধী, মোহনা সব পেয়েছে নারী। কোমল বাতাস আপনাকে পরশ বোলাবে ডাকিনির মত, মায়ায় মায়ায় কূল ধরেই হাঁটবেন, সমুদ্র আপনাকে ডাকছে, আপনি সে ডাকে বিভোর! ঘোরগ্রস্ত ত্রস্ত বিচরণ আপনার। আপনি নদী ধরেই হাঁটবেন, জোয়ারের বিপরীত ভাটার অনুকূলে। তবেই আপনি সমুদ্রের দ্যাখা পাবেন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

রাজীব নুর বলেছেন: নদীর পাড়ে অনেকদিন হাটি না।

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৯

ইমন তোফাজ্জল বলেছেন: ধন্যবাদ

২| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কি সব কঠিন কঠিন উপমা!!!

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৯

ইমন তোফাজ্জল বলেছেন: ধন্যবাদ

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

হাসান মাহবুব বলেছেন: ঠিকই কইছো।

০৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৯

ইমন তোফাজ্জল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.