নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুত্তাটারে মেরে ফেলা হবে। সেদিন কুত্তাটা মারা পড়ার হাত থেকে কোন রকমে বেঁচে গেল। মালিক রটিয়ে দিল কুত্তাটা পাগল হয়ে গেছে। সেই থেকে কুত্তা দৌড়ের উপর। কুত্তার খাবারে মালিক পক্ষের নজর পড়েছে, কুত্তা কি করে বলবে সে কথা! প্রভুভক্তের তকমা লাগানো যার কপালে! সে কি করে বলবে যে সে পাগল নয়। মালিকপক্ষ কি আর স্বীকার করতে পারে! তারা অন্তরে সে লোভ লালন করে। একদিন কুত্তা দৌড়াচ্ছে প্রাণপণে, মনুষ্য প্রজাতি মারার জন্য ছুটছে তীর বল্লম হাতে। একটি উঁচু টিলার উপর উঠে কুত্তা সজোরে চিৎকার করে বলতে শুরু করল হুবহু মনুষ্য গলায়, যে সে পাগল নয়। ' শুনুন প্রভুগণ! শুনুন হে মহান মনুষ্য জাতি- আমার কোন পাগলা রোগ নেই, আমি কাউকে কামড়াইও না, মালিকের কোন ক্ষতিও করি না। তারপরও আমাকে মারার চেষ্টা করা হচ্ছে। তখন মনুষ্য ভীড়ের মধ্য থেকে কুত্তার শোরগোল, ঘেউ ঘেউ শোনা গেল।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২
সাইন বোর্ড বলেছেন: ভয়ংকর অবস্থা !
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: অগোছালো।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: অগোছালো।
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫২
আতোয়ার রহমান বাংলা বলেছেন: কিছুই বুঝলাম না ভাই।