নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চা বিক্রি করি

ইমন তোফাজ্জল

ইমন তোফাজ্জল › বিস্তারিত পোস্টঃ

বাবলি দি ( মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়) ৯২-৯৩

০৫ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:৫৫

বাবলি দি!
তোমার চুল আগের মতই
সুগন্ধিময় লম্বা কি?

দুষ্টৃমিতে ধরা খেলে
চুল দিয়ে প্যাচ করতে কাবু
আদর মাখা শাষন চোখে
এখন তুমি কেমন আছো
বাবলি দি!

নাজমা আর রোজি আপা,
পারভীন আর গীতা দি
তারা এখন কোথায় আছেন
কেমন আছেন?



শেফালি দি কেমন আছেন
মনি দিদি আর মোমো
নুদুস নাদুস মে'টি সহ
কেমন আছে
বাবলি দি!
আমায় কিছু বলতে পারো?

রহিম স্যার তো বলেছিলেন
তিনি আমায় নিয়ে যাবেন
তাঁহার করে তাঁহার ঘরে
ঘরের কর্তা আমার বল্লে ইয়েস!
শুনেছি সেই রহিম স্যার মারা গেলেন
মেরিকাতে, স্যারের প্রতি অগাধ সালাম
দোয়া র'ল।

বাবলি দি
এনাম, বুলু, বাপ্পা রাফি
পলাশ, মোশরফ,ইমরান ওরা
কেমন আছে, কোথায় আছে!
প্রায়ই এদের নামটি করি
মনে পড়ে, বাবলি দি!

মধুমিতা, মাধবীলতা, জ্যুতির কথা
মনে পড়ে
মধুমিতা বলেছিল আমি নাকি ভদ্র ছিলাম
শান্ত ছিলাম, হঠাৎ করেই বখে যাচ্ছি
আমার কী দোষ বাবলি দি!
ব্রুসলির যুগ ছেলেরা কেউ ভাল থাকে!








মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক কথা মনে পড়ে।

২| ০৬ ই অক্টোবর, ২০২৩ রাত ১:০৮

রোকসানা লেইস বলেছেন: অনেক দিদি মনির কথা জানা হলো

৩| ০৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার আগের পোস্টে কমেন্ট লিখে সাবমিট করতেই দেখি, আপনি এ পোস্টে কমেন্ট নিচ্ছেন না :( কমেন্ট না নিতে চাইলে হেডিঙেই সেটা উল্লেখ করে দেয়া ভালো।

৪| ০৬ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

ইমন তোফাজ্জল বলেছেন: না নিলে কেমনে করলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.