নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ পোড়ে আর
কেউ আলো পায়
এ দুনিয়ায়
সূর্য জ্বলা সেই
আলো চেয়ে দেখি
কি মহিমায়
তুমি কার আলো
কার ঘরে প্রাণ ভরে
বিলিয়ে যাও।
কার ওসিলায়
কারে বাঁচাও
ভাবি বসে
ঘোর জোছনায়
কি মহিমায়
কার আলো কার ঘরে
বিলিয়ে যাও।
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪৭
রাজীব নুর বলেছেন: ভালো।