![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিরাজের জ্বর
কবিরাজের জ্বর, ওষুধ কোথায় মেলে?
কবিতা, অামাকে তুমি ফেলে, কোথায় গেলে, কদ্দুর?
তুমি চলে গেছ, সেই থেকে মন খুব ভাঙচুর-ভাঙচুর
সবাইকে অামাকে দেখে মুখ টিপে হাসে, একটু-অাধটু কাশে
ফিসফাস করে, 'এই লোক বউ পুষতে পারে না, বউকে অবহেলা করে
ঘরে বউকে রেখে সে মনে মনে বউহীন দিন ভালোবাসে
বউ কি এটা সহ্য করে? তাই এর বউ ভেগে গেছে, কোনো এক ভোরে'
ঘুম ভাঙে দেরিতে, উঠেই দেখি, অামি একা, বিছানায় বালিশ অাছে, বউ নেই
বউ তো অামার কবিতা, অামি হচ্ছি কবিরাজ, কবিতার বর
তারপর থেকেই ধরো একটানা জ্বর
জ্বর অার যাচ্ছেই না, তাই বলছিলাম, ওষুধ কোথায় মেলে?
ফাঁকা মাঠের কোণায় সন্ধেবেলা, কবিরাজকে সিল্যুটে বসিয়ে রেখে
অ্যানাটিবায়োটিকের চেয়েও বেশি মারাত্বক, কবিতা, ওগো বউ
কোন দেশে, কোন তরুণ কবির কাছে গেলে?
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১৯
এহসান সাবির বলেছেন: ভালো হইছে।