![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারা কাঁদছে। তাদের কান্নার শব্দ শোনা যাচ্ছে না।
তারা কয়েকজন নারী অাছাড়ি-বিছাড়ি দিয়ে কাঁদছে।
এই নারীদের কান্নায় কোনাে শব্দ হয় না কেন?
তাদের তাদের শিশুদের কোনো অার্তনাদই অামরা শুনতে পাই না কেন?
কারণ, নারীরা কাঁদছে, তাদের পুরুষকে পুলিশ হত্যা করেছে
তারপর ফটোগ্রাফার ছবি তুলেছে এবং তাদের কাগজে তা ছেপেছে
সেই ফটোগ্রাফির ক্যাপশনই হচ্ছে_
'নিহতদের বাড়িতে কান্নার রোল'
ফলে, ফটোগ্রাফির কান্নার সঙ্গে অামাদের একটি দূরত্ব থেকে যাচ্ছে
©somewhere in net ltd.