![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জলের ওপর বসত বাড়ি
জলের ওপর ঘর
অালতা রাঙা বউয়ের ঘরে
ঘুমায় অালসে বর
গলির মোড়ে গল্প জমে
দুধে জমে সর
উড়ে বেড়ায় ঘুরে বেড়ায়
রূপালি কৈতর
ফুলের ওপর প্রজাপতি
মনের ভেতর মন
মন-যমুনায় বাজে বাঁশি
মনই বৃন্দাবন
বনের ধারে মনের ধারে
বিষাদ মাখা দিন
ঝিমপাড়ানি ছবির ভাষা
অাশাটা রঙিন
অাশায় ভাসে ভাষার নদী
ভালোবাসার ঘর
অালতা রাঙা বউয়ের ঘরে
ঘুমায় অালসে বর
২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১২
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: বাহ ভালো লাগলো!!
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৬
দেবজ্যোতিকাজল বলেছেন: ছন্দমনি কবি ভাল থাকবেন
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৫
রক্তিম দিগন্ত বলেছেন: ভালই হয়েছে গীতটা।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২০
মাহবুবুল আজাদ বলেছেন: অাশায় ভাসে ভাষার নদী
ভালোবাসার ঘর
অালতা রাঙা বউয়ের ঘরে
ঘুমায় অালসে বর
হা হা হা হা
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৪
আরণ্যক রাখাল বলেছেন: ভাল লেগেছে| গীত গাওয়া হোক