![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগ্রন্থ 'সে' এর ১৩ ও ১৪ তম অধ্যায় নিয়ে রচিত চিত্রনাট্যে টোকন ঠাকুরের নির্মাণে ছাড়পত্র পেল শিশুতোষ চলচ্চিত্র 'রাজপুত্তুর'। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মজয়ন্তি উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে। ৫৬ মিনিট দৈর্ঘের 'রাজপুত্তুর' সংষ্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত প্রথম স্বল্পদৈর্ঘ্য ফিচার ফিল্ম। গত ৪ ডিসেম্বর ২০১৫ তারিখে সেন্সর বোর্ডে প্রদর্শিত হয় 'রাজপুত্তুর' এবং অানকাট ছাড়পত্র পায়। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ হচ্ছে-- বাংলাদেশ শিল্পকলা একডেমির তত্বাবধানে 'রাজপুত্তুর' ৬৪ জেলার শিল্পকলা একাডেমির মিলনায়তনে দেখানোর ব্যবস্থা করা।
'যে-কারণে ছোট্ট খুকি পুতুল খেলে এবং তার খেলার পুতুল থাকে দুইটা_ একটি ছেলে-পুতুল ও একটি মেয়ে-পুতুল, সে-কারণেই 'রাজপুত্তুর' ছবির ছোট্ট পুপেদি শালবনে গিয়ে খেলা করে তার খেলার সাথী সুকুমারের সঙ্গে। কেননা, বয়সে ছোটরাও ভালোবাসা করে, কে ছোট ছিল না একদিন? কে ভালো বাসেনি কাউকে? গোপনে গোপনে, কোন মেয়েটি শালবনে ঘুরে বেড়ানো পুপেদি নয়? অার মনে মনে অামরা কে না রাজপুত্তুর?'--এই হচ্ছে 'রাজপুত্তুর' ছবির সারকথা।
রাজপুত্তুর এর অভিনয়শিল্পী:
বিষ্ময় সরকার মুগ্ধ, সামাহ তৌফিক তাপসী, কাশ্বকীয়া নাহরীন সিনথী, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, জয়তু, ইলি, অানন্দিতা, অসীম গোস্বামী প্রপা, এ্যাপোলো নওরোজ, চঞ্চল সৈকত, স্বপ্নীল সাহা, মানহা, জয়েৎ কল্যাণ, মানহা, ঋভু রোদ্দুর, বর্ষা বিভাবরী, রেজা ঘটক, করবী, পার্থিব, শরদিন্দু চক্রবর্তী, গুপু ত্রিবেদী প্রমুখ
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩২
রক্তিম দিগন্ত বলেছেন: এইটা দেখা লাগবে। রবি ঠাকুরে কাহিনীবিন্যাস! নিঃসন্দেহে অসাধারণ। ভক্ত হিসেবে না দেখতে চাইলেও - মুভিটি ঠিক ফুঁটিয়ে তুলতে পেরেছে কিনা - এটার জন্য হলেও দেখা দরকার।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইলো
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
আরণ্যক রাখাল বলেছেন: কটা হলে রিলিজ হচ্ছে?
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০১
উল্টা দূরবীন বলেছেন: সুখবর জানানোর জন্য ধন্যবাদ এবং আমার ব্লগে আমন্ত্রণ।
৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
দেবজ্যোতিকাজল বলেছেন: জানলাম । ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৮
সুপান্থ সুরাহী বলেছেন: সুখবর কবি।
দেখার চেষ্টা করব।।
শুভকামনা রইল।