![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতের সম্পাদকীয়
হ্যাঁ, তুমি গাছ
ঝিম বনের মধ্যে!
জলে নামলেই
হ্যাঁ, তুমি মাছ!
--এরকম যদি বলতে
এরকম যদি বলো
সেটা স্বীকৃতি
স্বীকৃতি কে না চায়?
অামার যে ডালপালা অাছে
শীতের শরীরে অামারও যে পাতাঝরা অাছে
মানুষ দেখেছে, গাছের শেকড়ে সারাদিন
ভালোবাসা বসে থাকে পাশাপাশি, মুখোমুখি, দিগন্তে চোখ রেখে
ভালোবাসা মুছে গেলেও গাছের গা ক্ষত করে
লেখা সেই পুরোনো সম্ভাবনা তখনো জেগে থাকে
তাই মাটিতে গা্ছ হতে হতে অাছি
জলে মাছ হতে হতে অাছি
তুমি যদি কাঠের চেয়ারে বসে কাগজে কবিতা লেখো
অার গরম গরম মাছভাজি খাও
অামি কীভাবে বাঁচি!
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০৩
তার আর পর নেই… বলেছেন: একটু অন্যরকম, তবে ভাল লেগেছে।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮
আরণ্যক রাখাল বলেছেন: বাহ! কবিতার চমৎকার স্টানবাজি!
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০
মনস্বিনী বলেছেন: সুন্দর ! তবে আমরা যে বান্দর, তাই ..... ।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০২
মাসূদ রানা বলেছেন: সুন্দর কবিতা ভাই