![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা প্রশ্ন
যখনি অামি উড়তে পারার পালক পেয়েছি, ডানা পেয়েছি
এবং অাকাশের দিকে কিছুদূর উড়েও যাই
তখনই অামার কাছের মানুষেরা সম্পর্কের অাগুন ছুড়ে মারে
তারই তাপে অামার পালক পুড়তে থাকে
অামাকে তারা অার পাখি হতে দেয় না
বলেও তো বোঝাতে পারছি না, অাগুন ছড়িয়ে দিয়ে
যদি উড়তে না দাও, যদি ভষ্ম হয়ে যাই, যদি বাষ্প হয়ে যাই
তারপরও, অামি কী অার নতুন করে মানুষ বলে ভাবব--
নিজেকে?
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩০
বিজন রয় বলেছেন: তারই তাপে অামার পালক পুড়তে থাকে
অামাকে তারা অার পাখি হতে দেয় না
+++