![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ির লোক-এর চোখ
অামাকে তুমি ভাবতে পারো ছোট
কিন্তু অামি মোটেই ছোট নই
অামাকে তুমি ভাবতে পারো বড়
কিন্তু অামি কেমনে বড় হই?
অামি তো নই গাছের মতো উঁচু
অামি তো নই মাঠের মতো বড়
কিন্তু অামি অতটা ছোটও নই
ছোট বলেই যেমন ফড়িং ধরো
অামাকে কেউ ধরতে পারে না
কেউ জানে না অামি কোথায় থাকি
অামার দুজন সহপাঠির নাম
একটা দোয়েল, একটা চড়ুই পাখি
তবে কি অামি পাখিবংশের ছেলে?
অামারও কি পাখনা অাছে ওড়ার?
না না অামার পালক-টালক নেই
অাছে একটি পক্ষিরাজের ঘোড়া
ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দূরে
'বাড়ির লোক'এর চোখ এড়িয়ে ঘুরি
কোথাকার কোন মেঘ-মেঘান্তরে
অাছে অামার হারিয়ে যাওয়া ঘুড়ি
সেই ঘুড়িটা খুঁজতে খুঁজতে যদি
ধরো অামার বয়স গেল বেড়ে
ঘুড়ির কথা মনে থাকবে তখন?
অামিই কারো ছোটবেলাটা কেড়ে
বড় কিম্বা হব 'বাড়ির লোক'?
অামিও কি ভুলে যাব রংধনুর সাঁকো!
অার্টের টিচার শিল্পী মানুষ, বলেন--
যা যা বললে, জলরঙে সব অাঁকো
২| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:২৭
দিগন্ত জর্জ বলেছেন: ভালো লাগলো।
৩| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:২০
ইসমাইলহোসেন০০৭ বলেছেন: ছোট বেলার সাথে বড় হওয়ার পর বিরাট পরিবর্তন। ছোট বেলার যা হারিয়ে যায় ইচ্ছে করলে হয়ে উঠেনা। view this link
৪| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:১৮
আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ
৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:০৫
তামান্না তাবাসসুম বলেছেন: উফফ,, বেশি বেশি সুন্দর! কলিজাটা ঠান্ডা হয়ে গেল কবিতা পড়ে।
৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৬
বিজন রয় বলেছেন: মেঝবেলা কই?
কবিতায় +++++
৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৫৪
মো: ইমরান আল হাদী বলেছেন: আপনার এই ছন্দটা খুব ভাল লাগে।অনেক আগে আপনার একটি কবিতা পরে আমার খুব ভাল লাছিল পরে অনেক খুজেছি পাইনি সেটা এরকম ছিল "তুমি পাতাটি বউ পাতা আর আমি পাতাটি বর এইতো প্রথম বাংলাদেশে পাতার সংসার" ভুল হলে শুধরে নিবেন
৮| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৩
খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছন্দে সুন্দর কবিতা।
৯| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১:৫৫
ফেক রুধির বলেছেন: মন ছুয়ে গেল।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৮
হেলাল বিন বাবুল আহমেদ বলেছেন: কেমন জানি নস্টালজিক। ছেলেবেলা ঘেঁষা।