![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অত সত্য মানুষ নেবে না
যত সত্য নিজের গায়ে পড়ে
অন্যের যা দোষ বলা যায়
নিজেরবেলায় মানুষ গোপন করে
মানুষ এমন অবাক করা প্রাণী
মানুষ নিজেই নিজেকে বলে বড়
বড়র মধ্যেও কে কতটা সেগুন
কে কতটা শালগাছ-টাছ ধরো
ছোটবড়র বাইরে যত মানুষ
তাদের মধ্যেও বড়ছোট অাছে
মানুষ এমন, সারাজীবন ধরে
ছোটবড়র হিসেব করেই বাঁচে
মানুষ কেমন বাঁচে দেখো মানুষ
নিজেকে 'মহান' 'মহৎ' করার জোশে
পোশাক পরা, 'দেখতে কেমন, মানুষ'
নিজের মধ্যে অারেক মানুষ পোষে
মানুষ নিজের মধ্যে পোষে মানুষ
মানুষ নিজের সত্য গোপন করে
মানুষ শুধু নিজে ভালো মানুষ
খারাপের দায় অন্যদের পড়ে
সেই অন্য বন্য মানুষ নয়
সেও দেখতে মানুষেরই মতো
সেও কাউকে অন্য বলে নিজে
ভালো মানুষ, এই ভালোরাই যত
অামরা যারা পরষ্পরকে দেখি
চতুর্দিকে পরষ্পরকে চিনি
প্রকাশ্যে তার একটিদুটি হলেও
মনে মনে বর, শতেক কাহিনী
সেই কাহিনী ছাপা হবে না বলে
মনে মনে বউ, কতজনের কথা!
সেই কথা কি সমাজে বলা যায়
সমাজ চির-ক্ষমতাসীনের প্রথা
সেই প্রথাতে সত্য বলে চলা
যত গল্পকাব্যকথা অাছে
সেই সত্য কেমন সত্য হে
জানি যে, তোমারও জানা অাছে
তুমি কখন লাগাতে চেয়ে কাকে
দাঁড়িয়েছিলে ছাত্রী হলের পাশে
সন্ধেবেলায়, সেই সত্য জানে
যে ছেলে অাজ তোমায় ভালোবাসে?
যে মেয়ে অাজ তোমায় বলে, 'জান
তুমিই অামার প্রথম দেখা পুরুষ
তোমার নুনুই প্রথম ছোঁয়া নুনু...'
লিখতে লিখতে লেখার কি নেই হুশ?
নইলে এমন স্লাং শব্দ কেন?
'মানুষ' ছিল এই লেখাটার শুরু
কে যে মানুষ, কে দেখতে মানুষ
বুঝতে গিয়েই শাদা হচ্ছে ভ্রু
২| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২০
বিজন রয় বলেছেন: মানসী বলেছেন: সত্য জিনিসটা সত্যিই খুব কঠিন, সবার ধাতে সয় না।... সহমত।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৬ ভোর ৪:৪৫
মানসী বলেছেন: সত্য জিনিসটা সত্যিই খুব কঠিন, সবার ধাতে সয় না।