![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যমুনাকে মেসো
দুপুরবেলায় কোকিল দিল ডাক
মনে হয় যে, অামার বাসা জঙ্গলের ধারে
তাই গাছপালারা যাচ্ছে উড়ে যাক
মনে হয় যে, ইচ্ছে হলেই যে যা হতে পারে
অামারও তেমন ইচ্ছে কিছু হয়
হলোও বা তাই লেখার ছলে পরম স্বাধীনতা
একদম নেই পরিপার্শ্বের ভয়
'এসো, তোমার মেসোর সঙ্গে মেলাও অভিজ্ঞতা--
এসো, তোমার মেসোর বুকে নাচো
এসো, তুমি কেজি দরে বিক্রি করে দিয়ে, সঞ্চয়িতা'
যমুনা তুমি ইচ্ছে হয়ে অাছো
অাহ! মেসো কি অার তোমাকে ছাড়া লিখবে কবিতা?
২| ২০ শে মার্চ, ২০১৬ ভোর ৪:৫৯
সাগর মাঝি বলেছেন: চমৎকার হইছে ঠাকুর দা
৩| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩২
বিজন রয় বলেছেন: চমতকার।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৬ ভোর ৪:১৩
কলাবাগান১ বলেছেন: আপনার ছবির কি খবর? বড় পর্দায় কি আসবে? টিভিতে?