![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধের সঙ্গে অালাপের চেষ্টা
তুমি অন্ধ হয়ে গেছ, ফলে
তুমি যাকে বলছ পাখি
ও-গুলো তো ভীত-সন্ত্রস্থ কবুতর
যাদের ধরে-বেঁধে অানা হয়েছে শান্তির নামে
তুমি যাকে বলছ ফুল
তুমি তো জানোই না
ও-গুলো বন্দুকের গুলি
তুমি যাকে বলছ সম্পদ, উৎপাদন
চোখ থাকলে একবার দ্যাখো--
ও-গুলো মানুষের খুলি
তুমি যাকে বলছ সংষ্কৃতি, সভ্যতা
ধর্ষিতা মেয়েটি জীবন দিয়ে লিখে রেখে যায়--
সব কথার কথা
২| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৯
আমিই মিসির আলী বলেছেন: তুমি যাকে বলছ ফুল
তুমি তো জানোই না
ও-গুলো বন্দুকের গুলি
তুমি যাকে বলছ সম্পদ, উৎপাদন
চোখ থাকলে একবার দ্যাখো--
ও-গুলো মানুষের খুল
আলাপন চমৎকার।
৩| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৬
ফাহিমোসিস ফয়সালোসিস বলেছেন: ...সব কথার কথা
অসাধারণ ।
৪| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৯
খায়রুল আহসান বলেছেন: শেষ স্তবকটি অসাধারণ হয়েছে।
৫| ২৬ শে মার্চ, ২০১৬ ভোর ৬:১৭
সাগর মাঝি বলেছেন: চমৎকার কথা
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৮
বিজন রয় বলেছেন: সুন্দর।