![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘ গুড়গুড় ৩০ মার্চ, ২০১৬
অায় বৃষ্টি অায়
অায় বৃষ্টি অায়
অায় বৃষ্টি ও বৃষ্টি
তুই তো অামার ভাই
উঠোন জুড়ে এত রক্ত
উঠোন ধুয়ে যা
উঠোন ধুয়ে যা
তুই অাসন ধুয়ে যা
রক্ত লেগে অাছে বৃষ্টি
তুই রক্ত ধুয়ে যা
মেঘ গুঞ্জরণ
এদেশ ধর্ষিতা যখন
অায় বৃষ্টি ও বৃষ্টি
তুই তো অামার বোন
বৃষ্টি তুই মা'ও তুই বোন
তুই অামাদের
কালিমা ধুয়ে যা
নানান কোম্পানির দাস
অামাদের খুব খারাপ অভ্যাস
মানুষের অভ্যাসই স্বভাব
অামাদের স্বভাবই খারাপ
অামাদের শরীর ভরা পাপ
অায় বৃষ্টি ভাই বৃষ্টি
বোন বৃষ্টি মা বৃষ্টি
বৃষ্টি তুই দয়া করে
অামাদের মন-পাপ ধুয়ে যা
২| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫১
বিজন রয় বলেছেন: মেঘ গুড় গুড়।
+++
৩| ৩১ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৩৪
সাগর মাঝি বলেছেন: অায় বৃষ্টি ভাই বৃষ্টি
বোন বৃষ্টি মা বৃষ্টি
বৃষ্টি তুই দয়া করে
অামাদের মন-পাপ ধুয়ে য।
সত্যিই যদি বৃষ্টি দিয়ে মনের পাপ মোছন করা যেত.??
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
নাহিদ উল ইসলাম বলেছেন: ভালো ..।