![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈশ্বরের অশ্রুপাত
প্রতিটি বৃষ্টিকণা, ঈশ্বরের অশ্রুপাত ছাড়া
অার কিছু নয়
অাষাঢ়-শ্রাবণে ঈশ্বর শোকগ্রস্থ থাকেন
তাই বর্ষাকাল হয়
কী এমন দুঃখ, এত কান্না তার?
ঈশ্বরের অশ্রুবিন্দুই সমুদ্র বলে শুনেছি
কে দেয় সমুদ্রে সাঁতার?
প্রশ্ন হচ্ছে, ঈশ্বর কাঁদেন কেন?
উত্তর হচ্ছে, ঈশ্বর কাঁদলেই বৃষ্টি হয়
বৃষ্টিতে ভিজে রোদেলা বাধায় জ্বর
জ্বরের ঘোরে সে বিড়বিড় করে, বিয়েই হয়নি
এই মেয়ে তার ভাবটা দেখায় সন্ধ্যায় অাসবে বর
ঈশ্বর অারো বেশি করে কাঁদলে
সেকেন্ড ইয়ার চুলোয় তুলে রোদেলা বাঁধবে ঘর
যাই হোক অার তাই হোক, হলও তো
ঈশ্বরের অশ্রুপাতই অামার নামে লেখা
সেই অভিমান বুকের মধ্যে চেপে
একটা শালিক কোথাও তখন ভিজতে থাকে একা
২| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৮:২১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: গভীর তাৎপর্য্যপূর্ণ কবিতা । অবশ্যই ভাল লেগেছে।
৩| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৭
আরণ্যক রাখাল বলেছেন:
৪| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩১
নাভিলা বলেছেন: চমৎকার!!
৫| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সন্ধ্যে পেরিয়ে রাত হয়ে গেল।
কপাট খোলে নি রোদেলা।
৬| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অনেক তাৎপর্যময় কবিতা। কবিকে অনেক শুভেচ্ছা!
৭| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:২৭
কালনী নদী বলেছেন: ঈশ্বর কাদুক মন থেকে কখনও চাই না, সে হাসতে থাকুক।
৮| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:৪২
তানজির খান বলেছেন: দুর্দান্ত কবিতা। ভালবাসা নিবেন কবি
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
তাসলিমা আক্তার বলেছেন: গভীর অর্থময়। কি যেন কস্ট বুকে নিয়ে একা শালিকটির মত আমরাও ভিজি। যে যার মত। একা একা।