![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
::সাহিত্য সম্পাদকের সঙ্গে ফোনালাপ::
-- একটা কবিতা লাগবে, ফরমায়েশি।
::বিষয় কি?
-- এই যে বসন্ত চলে যাচ্ছে, তার সঙ্গে একটুখানি প্রেম-ট্রেম যদি মিশায়ে দেন তো ভালোই হয়।
:: পেস্টিং কবে?
-- পরশু। অাপনি সময় পাচ্ছেন দুইদিন। কালকে ফোন করে অারেকবার ওয়ার্নিং দেব।
:: এত শর্ট টাইমে সম্ভব? তাও কবিতা? ভাব-টাব অাসা লাগবে না?
-- বসে পড়েন বসে পড়েন।
:: বসারই তো টাইম পাচ্ছি না, লিখব কখন?
হুম! কখন?
অার বসন্ত! বসন্ত কোথায় চলে যাচ্ছে? না, বসন্ত কোথাও যাচ্ছে না
চশমা ছাড়াই দেখলাম, গুটি গুটি অামের মুকুলে অার
পার্শ্ববর্তী বাসার খালাম্মার ছোটমেয়ের শ্যাম্পু করা চুলে
বসন্ত বাসা বুনেছে, বুঝে ফেললাম বসন্তকে দিতেই হবে প্রেম
অার ইদানিং খালাম্মাও তার মেয়ের শ্যাম্পু ব্যবহার করছেন চুলে
এসব দেখে, জানি না, কবিতার প্রডাক্ট ভ্যালুর চেয়ে
বেশি সামলাতে হয় কীনা, কনজুমার প্রবলেম?
২| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০২
রাজসোহান বলেছেন: জোশ!
৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩৩
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
ফরমায়েশি সাহিত্য
৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:০২
সাগর মাঝি বলেছেন: পাশের বাসার খালাম্মার মেয়ের চুলগুলো সবসময়ই বাতাসে উড়ে।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:২৩
আরাফআহনাফ বলেছেন: ইদানিং খালাম্মাও তার মেয়ের শ্যাম্পু ব্যবহার করছেন চুলে!
জয়তু বসন্ত।
৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এরকম সাহিত্য সম্পাদক আমাদের ফোন করেনা কেন?
৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৯
আরণ্যক রাখাল বলেছেন:
৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩১
কবি সুবর্ণ আদিত্য বলেছেন: গল্প-উপন্যাস ছেড়ে এবার কবিতাও ফরমায়েসী হচ্ছে!
তবে ভালো লিখেছেন।
৯| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ফরমায়েশি কবিতা? ক্যামনে কী!
১০| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫২
সাবলীল মনির বলেছেন: চরম !
১১| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮
শাহারিয়ার ইমন বলেছেন: হা হা হা করপোরেট কবিতা
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৫
চাঁদগাজী বলেছেন:
মাফ করে দেন, কবিতা লাগবে না; সাহিত্য সম্পাদককে কি ভুতে কিলাচ্ছে?