![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঠ চেরা এক রাস্তা গেছে দূরে
ধুলো উড়ছে হাওয়ার খুরে খুরে
দিন-জামানার খবর অাসে শুধু
শহরটা কী উধাও নাকি? ধূ-ধূ
শুকিয়ে যাওয়া নদীতীরের বালি
রেডিওরা বাজায় ভাটিয়ালি
এমন সময় একটি শব্দ শুধু
বুকের মধ্যে লিখতে থাকে ধূ-ধূ
এমন সময় শুনতে পাচ্ছি শুধু
বুকের মধ্যে শাঁখ বাজাচ্ছে ধু-ধু
বুকের মধ্যে ঢাক বাজাচ্ছে মাঠ
বুকের মধ্যেই অাসন, রাজ্যপাট
এই রাজ্যের রাজার বড় গ্লানি
রাজার সামনে অাসে নাকো রানী
রানী কোথায় তা জানে না রাজাও
হাওয়া তুমি মাঠ চিরে ধুলোকে বাজাও!
হাওয়া তুমি ফড়িংকে রাজা ভি সাজাও!
হাওয়া তুমি বালককে এমনি নাচাও!
বাঁচানোর কথা বলে নিজের গা বাঁচাও
হাওয়া তুমি খুব খারাপ, চলে চলে যাও
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:০৪
কালনী নদী বলেছেন: সুন্দর কবিতা হয়েছে!