![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কী নাম, এই পাখির?
কোত্থেকে অাসে?
পাখিটার তো শরীরই নেই
তবুও কীভাবে পাখি!
পাখি না ডাকলে
কোন নামে এরে ডাকি?
কোন ভাবে একে পাই
কোন ভাবে একে দেখি?
কী নাম এই পাখির--
ডাকে এমন ভাষায়!
(অামিও তো ডেকেছিলাম
এমন ভালোবাসায়
থাকেনি সেই পাখি অামার
অাসেনি সেই পাখি অামার
তারও কোনো শরীর দেখিনি
কিন্তু তাকে চিনি
কোথাও হারিয়ে ফেলেছি)
ধূ-ধূ মাঠ নাম ধরে ডাকে
মাঠ কি কোনো পাখি?
মনে মনে
মাঠের মধ্যে মাঠই হয়ে থাকি
হু হু হাওয়া অাসে
হু হু করে গান
অাসলে অাকাশ থেকে মাটিতে পড়ে
অামিও খান খান
এত হু হু অাসতে থাকে
হু হু কোখায় রাখি?
২| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২০
বিজন রয় বলেছেন: সুন্দর।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২০
বিজন রয় বলেছেন: সুন্দর।
৪| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২১
বিজন রয় বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ২:২২
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগলো কবিতা ।