![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লবণ ছাড়া তরকারি
খেতে পারব না
তোমাকে ছেড়ে অামি
যেতে পারব না
লবণ ছাড়া তরকারি
খেতে পারি কি?
তোমাকে ছেড়ে কোথাও
যেতে পারি কি?
নাহ পারি না
লবণ ছাড়া তোমাকে ছাড়া
থাকতে পারি না
তোমাকে ছাড়া অার কাউকে
এই...বলে তো ডাকতে পারি না
তাই
লবণমাখা তরকারি
তোমার মতোই দরকারি
তুমিই যদি ফিরে না চাও
অামি তখন অার কি পারি?
অার কি পারি?
লবণ ছাড়া তরকারি
লবণ ছাড়া তরকারি...
লবণ মাখা দরকারি
২| ০৬ ই মে, ২০১৬ রাত ১১:৩৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: লবন মাখা তরকারি
তোমার মত দরকারি
৩| ০৭ ই মে, ২০১৬ রাত ১২:২৬
সানি ফরায়েজি বলেছেন: মজা পোলাম
৪| ০৭ ই মে, ২০১৬ রাত ১২:২৭
ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল ছড়া । লবন খুব দরকারী তবে লবন ছাড়া খেতে পারলে তা হার্টের জন্য ভাল ।
৫| ০৭ ই মে, ২০১৬ সকাল ৮:১৫
আব্দুল্লাহ তুহিন বলেছেন: "লবন ছাড়া তরকারি খাবো কি করে?
তোমায় আমি ভালোবাসি, ভুলব কি করে??
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৬ রাত ১১:৩৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম লবন ছাড়া তরকারি,
তোমার মত দরকারি।
ভালো লাগল কবি হে।