মশিউর বেষ্ট বলেছেন: বিটিভি-তে ৮০ দশকে তখন রাতে বাংলা সিনেমা হতো, আমাদের পাড়া মিলে টিভি ছিল একটা। সবায় মিলে উঠানে টিভি দেখা হতো। আমি ছোট বেলা মায়ের কোলে বসে বাংলা সিনেমা দেখতাম আর ভাবতাম ঐ খানে দিন কিভাবে হয় !! বিষয়টা আমাকে অনেক দিন পর্যন্ত ভাবায় ছিল।
১|
২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
মশিউর বেষ্ট বলেছেন: বিটিভি-তে ৮০ দশকে তখন রাতে বাংলা সিনেমা হতো, আমাদের পাড়া মিলে টিভি ছিল একটা। সবায় মিলে উঠানে টিভি দেখা হতো। আমি ছোট বেলা মায়ের কোলে বসে বাংলা সিনেমা দেখতাম আর ভাবতাম ঐ খানে দিন কিভাবে হয় !! বিষয়টা আমাকে অনেক দিন পর্যন্ত ভাবায় ছিল।