![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে মনে
অামরা যারা মনে মনে বিবাহিত
ছেলেদের অাছে মনে মনের বউ
মেয়েদের অাছে মনে মনের বর
মনে মনেই দাম্পত্য অামাদের
নির্জনা নদীর ধারে, অাছে
খুব ছোট্ট একটি কুঁড়েঘর
হয়তো সেখানে
অামার বউয়ের খুব জ্বর
হয়তো সেখানে অামিও অাছি
তরমুজচাষী
নদী তো নেই
মনে মনে অাছে
গহীন বালুর চর
২| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৪৯
সাগর মাঝি বলেছেন: অসাধারণ!!!
অসাধারণ হয়েছে ""ঠাকুর দা""
মনে মনে যতই ভাবি বাস্তবে কিন্তু বালুচরেই ঘুরে বেড়াই।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৬ রাত ২:৩৮
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: মন নদীর মত। বয়ে যায়। তীর ভাঙ্গে ও গড়ে।
নদী জমি উর্বর করে, ফসল ফলায়।
নদীতে বহু জলজ প্রাণীর জন্ম ও দিনযাপন
এ যেন দাম্পত্য জীবন, অন্যরকম সংসার।