![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গানের চরণঃ
-------------------
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
এখোনো সেই বৃন্দাবনে বাঁশী বাজে রে!
(যাঁর) বাঁশী শুনে, বনে বনে, ময়ূর নাচে রে।।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
আছে সেই রাধারাণী,
বাঁশি শুনে পাগলিনী।
অষ্ট সখীর শিরোমণি, নব সাজে রে।।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
আছে সেই গাভীগুলি,
গোচারণে, ছড়ায় ধূলি।
সখা সনে কোলাকুলি, রাখাল সাজে রে।।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
এখনও সেই যমুনা,
জল ভরিতে যায় ললনা।
কদমতলা সেই ছলনা, কৃষ্ণ আছে রে।।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
এখনও সেই ব্রজবালা,
বাঁশী শুনে হয় উতলা।
গাঁথে বনফুলমালা, বন-মাঝে রে।।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
আশা ছিল, মনে মনে,
যাব আমি বৃন্দাবনে।
ভবা পাগ্লা রয় বাঁধনে, মায়ার কাছে রে।।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
ৎ
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬
আরণ্যক রাখাল বলেছেন: আশা ছিল, মনে মনে,
যাব আমি বৃন্দাবনে।
আমার ছিল নিধুবনে যাওয়ার আশা