![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি চতুর্দশপদ
( সব্যসাচী কবি সৈয়দ হককে মনে রেখে)
অামাকে কোথায় পাবে, অামি যদি শরীরে না থাকি!
যদি পাখি হয়ে যাই, পাখিরও কি থাকে না শরীর?
যদি গান হয়ে যাই, যদি অামি নিজেই নদীতীর
হয়ে, লোকালয় থেকে দূরে নিজেকে সরিয়ে রাখি
অামাকে কোথায় পাবে? যদি না-লেখা কবিতা হয়ে
না-দেখা দৃশ্য হয়ে থেকে যাই গভীর জঙ্গলে!
অামাকে চিনবে নাকি! যদি মর্মর হাওয়া বয়ে
যায় পাতায় পাতায়, পাতাও তো উড়ে উড়ে চলে!
পাতাকে জিগ্যেস করে দেখ না একবার, কী বলে!
গানেরও অজানা নয়, বাঁশি কেন হাহাকার ঢালে!
যেমন কবিতা জানে, জানে বাংলা ভাষা, তলে তলে
শাড়ি পরা মেয়েটির টিপ হয়ে কে থাকে কপালে?
কোথায় থাকব অামি? কোথায়-বা রেখেছি নিজেকে?
দিকে দিকে অনেক মানুষ, অামাকে চিনবে দেখে?
২.১০.২০১৬
২| ১২ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫১
ঋতো আহমেদ বলেছেন: এই কবিতাটি পড়তে অনেক ভালো লাগছে ।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:৩২
নুরুল মিলন বলেছেন: অনেক ভালো লাগলো।