![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবির স্মরণসভা থেকে জানা গেল, কবি অার নেই।
গতকাল বিকাল পাঁচটা থেকেই অাকাশ অর্ধনমিত।
কবির স্বজন, প্রকাশক, একরাশ পাঠক-পাঠিকা
এসেছে দোয়েল, শিস দিচ্ছে শবদেহের উপরে বসে
শোকাতুরা কবির স্ত্রীর মরমে লাবণ্য দাশের খেদ_
অাপনাদের তো অনেক কিছু হলো, অামি কি পেলাম?
কবির স্মরণসভায় এসে কবিকে অারো জানলাম
কবিতারা খুব একা হয়ে গেল, কাটাকুটির কেউ অার
থাকল না, দুর্বল কবিতাটির জন্যে অাবডালে
শ্বাস ফেলা লোকটি অার থাকল না, থাকল না, থাকল না
শুনি, এক ঘাঁই হরিণীর ডাক
শুনে, কোন বনে ছোটে মন
সেই স্টোরি হিডেন থাক...
২| ১৩ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:২৭
সাদিক তাজিন বলেছেন: একরাশ ভাল লাগা...
৩| ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৩
একজন সৈকত বলেছেন:
"কবিতারা খুব একা হয়ে গেল, কাটাকুটির কেউ অার
থাকল না, দুর্বল কবিতাটির জন্যে অাবডালে
শ্বাস ফেলা লোকটি অার থাকল না, থাকল না, থাকল না"
- খুব ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৪০
অঞ্জন ঝনঝন বলেছেন: কবিতা ভাল লাগছে।