![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওয়াটার কালার ওয়াশ
..............................
অামাকে তুমি ভাবতে পারো ছোট
কিন্তু অামি মোটেও ছোট নই
অামাকে তুমি ভাবতে পারো বড়
কিন্তু অামি কেমনে বড় হই?
অামি তো নই গাছের মতো উঁচু
অামি তো নই মাঠের মতো বড়
কিন্তু অামি অতটা ছোটও নই
ছোট বলেই যেমন ফড়িং ধরো
অামাকে কেউ ধরতে পারে না
কেউ জানে না অামি কোথায় থাকি
অামার দুজন সহপাঠির নাম
একটা দোয়েল, একটা চড়ুই পাখি
তবে কি অামি পাখিবংশের ছেলে?
অামারও কি পাখনা অাছে ওড়ার?
না না অামার পালক-টালক নেই
অাছে একটি পক্ষিরাজের ঘোড়া
ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দূরে
'বাড়ির লোক'এর চোখ এড়িয়ে ঘুরি
কোথাকার কোন মেঘ-মেঘান্তরে
অাছে অামার হারিয়ে যাওয়া ঘুড়ি!
সেই ঘুড়িটা খুঁজতে খুঁজতে যদি
ধরো অামার বয়স গেল বেড়ে
ঘুড়ির কথা মনে থাকবে? তখন
অামিও কারো ছোটবেলাটা কেড়ে
অামিও কি হব 'বাড়ির লোক'?
অামিও কি ভুলে যাব রংধনুর সাঁকো!
অার্টের টিচার, শিল্পী মানুষ, বলেন--
'যা যা বললে, জলরঙে সব অাঁকো'
২| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৪
ঋতো আহমেদ বলেছেন: সুন্দর কবিতা । ভালো লাগলো ।
৩| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:২৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্দ নয়
৪| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:২৯
ভ্রমরের ডানা বলেছেন:
মোটামুটি কবিতা আই মিন মাঝারি!
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৮
নোমান প্রধান বলেছেন: সুন্দর