![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনাটা
সন্ধে পেরিয়ে গিয়ে এখন রাত রাত মনে হচ্ছে, ঘোড়াটি ফেরেনি।
অামার ঘোড়া গেছে দিগন্তের দিকে।
স্থানীয় বাসিন্দারা এর বেশি কিছু বলতে চাচ্ছে না।
কবরের শান্তি
এই জন্যে কবিতাকে একটু বেশিই ভাল্লাগে যে, একদিন
কবিতাই তোমার সঙ্গে অামার পরিচয় করায়ে দিয়ে কইছিল_
'ইনি হচ্ছেন সেই কবর, যার মধ্যে তুমি নিশ্চিন্তে মরে পড়ে থাকতে পারো'
বকুলগাছের ডাল
'কি দিয়ে ল্যাখেন, এত ভাল্লাগে!' পাঠিকা জানতে চেয়েছে।
: বকুলগাছের ডাল পোড়ানো খড়ি পেন্সিল দিয়ে লিখি।
'এত বকুলের ডাল পান কোথায়?' পাঠিকার ছোটবোন প্রশ্ন করেছে।
ত্রয়ী কবিতা
টোকন ঠাকুর
ঘটনাটা
সন্ধে পেরিয়ে গিয়ে এখন রাত রাত মনে হচ্ছে, ঘোড়াটি ফেরেনি।
অামার ঘোড়া গেছে দিগন্তের দিকে।
স্থানীয় বাসিন্দারা এর বেশি কিছু বলতে চাচ্ছে না।
কবরের শান্তি
এই জন্যে কবিতাকে একটু বেশিই ভাল্লাগে যে, একদিন
কবিতাই তোমার সঙ্গে অামার পরিচয় করায়ে দিয়ে কইছিল_
'ইনি হচ্ছেন সেই কবর, যার মধ্যে তুমি নিশ্চিন্তে মরে পড়ে থাকতে পারো'
বকুলগাছের ডাল
'কি দিয়ে ল্যাখেন, এত ভাল্লাগে!' পাঠিকা জানতে চেয়েছে।
: বকুলগাছের ডাল পোড়ানো খড়ি পেন্সিল দিয়ে লিখি।
'এত বকুলের ডাল পান কোথায়?' পাঠিকার ছোটবোন প্রশ্ন করেছে।
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
কি যে লিখছেন নিজে কিছু বুঝছেন কি?