![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুঁত ছন্দের কবিতা
কবিতা লিখেছি বটে, না লিখেছি অারো!
না-লেখা কবিতার অনুবাদ যদি পারো
না-বলা বাক্যের শব্দ যদি শুনিতে পাও
ধরো তুমি দেখা পাবে যে-বর্ণ উধাও
যে-গোত্র উধাও সেই সাঁওতালি মেঘ
ফিরে পাবে করতলে নিহত অাবেগ
যদি কোনো ফুল্লরাকে বাগান ভেবে
থেকে যাও অবেতনের মালি হিসেবে_
ঝরে পড়া ফুল দেখ, কবিতার ভাবে
গন্ধকে ছন্দ দিয়ে খুব পড়া যাবে
ধরা যাবে খুব খুব তুমি যাকে ধরো
বনভূমি বুকে নিয়ে শোনো মর্মরও
নিজেরে শোনাও যা না-লেখা হয়েছিল
পৃথিবী তোমার সঙ্গে দেখা হয়েছিল
২৫ এপ্রিল, ২০১৪
২| ২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৪
সালমান মাহফুজ বলেছেন: নিজেরে শোনাও যা না-লেখা হয়েছিল
পৃথিবী তোমার সঙ্গে দেখা হয়েছিল
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো।