![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রীষ্মকালিন কবিতা
তাপমাত্রা বাড়ছে বাড়ুক, খারাপ কি!
গলি দি্যে হেঁটে যাক গ্রীষ্মের দুপুর
চারদিকে চুপচাপ কিন্তু আমি ঠিকই শুনতে পাচ্ছি
মুনশিপাড়ার মেয়েটির গলায় রাজস্থানি সুর
তরমুজ ফুটছে ফুটুক, রসে ভরপুর
এই ফল রোদমাখা বালির ওপরে ফোটে
প্রচণ্ড পিপাসা নিয়ে ভূমিষ্ঠ কবিতা
অামাকে ফেলে দেয় সংঘর্ষের সংকটে
টের পাই, অামার ক্ষমতা বড় কম
চাইলেও এই গ্রীষ্মে শীত অানা অাদতে কঠিন
এখানে কি শীত ছিল, মনেই পড়ে না
মুনশিবাড়ির মেয়েটির বুকে জ্যৈষ্ঠের দিন
দরদরে ঘাম ঘরে, ঝরতে থাকুক
এরপর মেঘ নামবে অাকাশ কাঁপিয়ে-দাপিয়ে
ঝড়-বৃষ্টি-বিদ্যুৎ মনের মধ্যে ধরে
মুনশিবাড়ির দিকে দূর থেকে তাকিয়ে হতেছি কবিতা লিখিয়ে
২| ০৭ ই মে, ২০১৭ রাত ৮:০২
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৭ দুপুর ২:১৬
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।