![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু একটা মনে মনে পাঠাতে চেয়ে দুপুর
কিছু একটা মনে মনে পাব বলেও বেলা_
বেলা যায়, না -বেলা অাসে? বোকা মানুষ
বুঝতে চায় কেউ না কেউ অাছেই তার পাশে
কিন্তু অাদতে কে অাছে তা সে বলতে পারে না
যেমন একটা ঘূর্ণি দেখেও তা কিন্তু ধরতে পারে না
কিন্তু তখন, বেলা, বেলা বয়ে বয়ে যায়, হায়
যেতে নাহি দিতে চাই বলে কত দিন যায়
রাত যায়, ভাত যায়, চাল যায়, চুলো যায়
রেস্তোরার কোণা দিয়ে খিদে পেটে নুলো যায়
তাতে কি সমস্যা অাপনার? অাপনি ধর্মাবতার
অাপনি তো ভালোই জানেন, এ ভুবনে কি কথার
কী মানে দাঁড়ায়? হায় হায়! পদের তো যথারীতি নাই
তাই হয়তো নাই বলেই মনে মনে পাঠাই দুপুর
মনে মনে তুমি একটা বিকাল পাঠিয়ে দিও
এক পড়শি বলেছে, সে উপহার দেবে সন্ধ্যা
রাত অামাদের সংগ্রহ করা অাছে, অনেক রাত
একটা রাত এত বেশি অন্ধকার, একটা রাত ফিকে
কত রাত যে খরচ শুধু শূন্যতার ইতিহাস-টাস লিখে
কে পড়কে তা, বলেন? মনে মনে বোরাম
কোথায় যেন দুপুর পাঠাতে চাচ্ছিলাম?
২| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৫
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার কাব্যকথা কবি! আপনার কাব্যস্বপ্ন খুব ভাল লাগল!
৩| ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
মনস্বিনী বলেছেন: "কে পড়কে তা, বলেন? মনে মনে বোরাম" বুঝতে পারি নাই।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: কোথায় যেন দুপুর পাঠাতে চাচ্ছিলাম?
দারুণ