![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু একটা মনে মনে পাঠাতে চেয়ে দুপুর
কিছু একটা মনে মনে পাব বলেও বেলা_
বেলা যায়, না-বেলা অাসে? বোকা মানুষ
বুঝতে চায় কেউ না কেউ অাছেই তার পাশে
অার অাদতে কে অাছে তা সে বলতে পারে না
যেমন একটা ঘূর্ণি দেখেও তা কিন্তু ধরতে পারে না
কিন্তু তখন, বেলা, বেলা বয়ে বয়ে যায়, হায়
যেতে নাহি দিতে চাই বলে কত দিন যায়
রাত যায়, ভাত যায়, চাল যায়, চুলো যায়
রেস্তোরার কোণা দিয়ে খিদে পেটে নুলো যায়
তাতে কি সমস্যা অাপনার? অাপনি ধর্মাবতার
অাপনি তো ভালোই জানেন, এ ভুবনে কি কথার
কী মানে দাঁড়ায়? হায় হায়! পদের তো যথারীতি নাই
তাই হয়তো নাই বলেই মনে মনে পাঠাই দুপুর
মনে মনে তুমি একটা বিকাল পাঠিয়ে দিও
এক পড়শি বলেছে, সে উপহার দেবে সন্ধ্যা
রাত অামাদের সংগ্রহ করা অাছে, অনেক রাত
একটা রাত এত বেশি অন্ধকার, একটা রাত ফিকে
কত রাত যে খরচ শুধু শূন্যতার ইতিহাস-টাস লিখে
কে পড়বে তা, বলেন? মনে মনেই ভীষণ
কোথায় যেন দুপুর পাঠাতে চাচ্ছিলাম?
রোদের ভেতর ফুটে উঠছে তুমুলবরণ মেঘ
চোখের ভেতর জমতে থাকে শহর এবং গ্রাম
কিছু একটা মনে মনেই ভাবতে ভাবতে লেখা
চোখ বন্ধ করেও যেমন কিছু তো যায় দেখা...
২| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১১
ঋতো আহমেদ বলেছেন: বাহ্ সুন্দর কবিতা। সাবলীল ভাব ও ভাবনা। ভালো লাগলো।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৪
মেহেদী হাসান তামিম বলেছেন: কয়েকটি লাইনের পর্বে যে মাত্রার অমিল তা কি বিলম্বিত লয়ে হবে দাদা। অক্ষরবৃত্তে আপনি পুরো পুরোধা।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১০
দিশেহারা রাজপুত্র বলেছেন: এই ব্লগেই কি আগে একবার পোস্ট করেছিলেন?