![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'কাঁটা দ্য ফিল্ম' এর সম্ভাব্য পাত্রপাত্রী সংকেত...
@@@@@@
১. যারা প্রমাণ করবেন, 'কাঁটা দ্য ফিল্ম'-এ কাজ করতে পারাটা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট, তাদেরই সঙ্গে নিয়ে 'কাঁটা' নির্মিত হতে যাচ্ছে।
২. যারা 'কাঁটা দ্য ফিল্ম' এর অডিশন প্রক্রিয়ার প্রতি যথাযথ শ্রদ্ধা দেখিয়ে অডিশনে ঠিকমতো উপস্থিত হয়েছেন, তাদের ভেতর থেকে চরিত্র উঠে অাসছে।
৩. যারা 'কাঁটা দ্য ফিল্ম' এর নির্মাণ-সময়কালীন পর্যন্ত 'নির্মাণ টিমের সঙ্গে সময়ের অানুগত্যে থাকতে পারবেন, শুধু তাদের ভেতর থেকে চরিত্র নির্ধারণ হচ্ছে।
৪. অডিশনে উপস্থিত থাকলেও যারা টিভি প্রোডাকশনের ব্যস্ততায় থাকেন, 'কাঁটা দ্য ফিল্ম'ও শেষপর্যন্ত তাদের এড়িয়ে যাবে।
৫. ক্যামেরার সামনে বসে বা দাঁড়িয়ে, সেই মুহূর্তেও যারা ভাবেন মঞ্চ নাটক ছাড়া বড় কিছু নেই, তাদেরও প্রয়োজন হবে না নির্মাণাধীন এই ছবিতে। অাদতে তো ক্যামেরার সামনে কোনো অভিনয়েরই দরকার হয় না, যতটা সম্ভব চরিত্র হয়ে উপস্থিত থাকলেই হয়।
৬. যারা প্রাথমিকভাবে চরিত্রে নির্বাচিত, তাদের মনোযোগ কোন দিকে_পুনরায় সেটা মাপা হচ্ছে। প্রতিটি মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ। সেকেন্ডে কত ফ্রেম যায়_সেটা যে জানে এবং জেনেও 'কাঁটা'র জন্যে কিছু কম মনোযোগী থাকছে, সে 'কাঁটা দ্য ফিল্ম'-অভিযাত্রী নয়। নিশ্চিত বাদ। সে অার ডাক পাবে না। অাগেই বলা হয়েছে, একেকটা প্রধান প্রোটাগনিস্ট এর বিপরীতে ২ বা ৩ জন করে বিকল্প রাখা হয়েছে। এ কারণেই অডিশন ব্যবস্থার খরচ-ধকল গ্রহণ করেছে এই ছবির টিম।
৭. অাপনার কাছে এই ছবি করতে পারা-না-পারা হয়তো তেমন কিছুই নয়, কিন্তু অামাদের কাছে বা 'কাঁটা দ্য ফিল্ম' টিমের কাছে এখন 'কাঁটা'র বাইরে কোনো জীবন নেই, বেঁচে থাকা নেই। এরকম উত্তুঙ্গ মর্মে যদি কাঁটা ঢুকে পড়ে অাপনার মাথায়, তাহলে, অাপনাকে খুঁজতেই 'কাঁটা দ্য ফিল্ম' টিম অপেক্ষা করেছে বা অাপনাকে 'কাঁটা পেয়ে গেছে বা পেতে যাচ্ছে। এখন একটা জার্নি...অ্যা রেস্টলেস জার্নি ফর অ্যা সিনেমা...
৮. সিনেমা যারা ভালোবাসে, 'কাঁটা দ্য ফিল্ম' তাদের জন্যে। অার ভালোবাসা মানে ত্যাগ, একাত্ম হওয়ার তাগিদে পরিশ্রম করে যাওয়া, সেই ভালোবাসিয়েদেরই দরকার...
৯. প্রজেক্টের নির্মাতা বা নির্মাণ টিমের কারো সঙ্গে ব্যক্তিগত পূর্ব-পরিচয় বা অাগের সম্পর্কের খাতিরে 'কাঁটা দ্য ফিল্ম' এ চরিত্র পাওয়াটা নিশ্চিত, মনে মসে এমন বিশ্বাসীদের ফাইনালি 'ছবিতে দেখা যাবে না। উপরেল্লিখিত, কেন, কী কারণে কেউ ছবিতে থাকবে, কেউ থাকবে না।
১০. 'কাঁটা দ্য ফিল্ম' ক্রমশ নির্মাণের দিকে ধাবমান। বাজারের তারকা-ফারকা অভিনেতা-অভিনেত্রী অামরা কিনতে চাইনি, কিনতে যায়নি। সমাজের ভেতর থেকে চরিত্র সন্ধান করা হয়েছে বা হচ্ছে। সুতরাং অাপনাকে এই 'কাঁটা দ্য ফিল্ম' টিম পেতেই চায়, ভালোবাসার ভেতর দিয়ে, বাজার দরে নয়। চাওয়ার সঙ্গে পাওয়া মিললেই তো ভালোবাসা...নির্মাণাধীন 'কাঁটা দ্য ফিল্ম' সেই ভালোবাসারই ছবি...
@@@@@
ধন্যবাদ
'কাঁটা দ্য ফিল্ম' টিম
ক্যাম্প টু
মগবাজার মিডনাইট
@@@@@
ফটোগ্রাফিঃ হোসেইন অাতাহার সূর্য
©somewhere in net ltd.