![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোবাইল চোরকে পিটিয়ে হত্যা করে করা হলো!
.................
ঘুমোলাম রাত ৪ টার দিকে, ঘুম ভাঙল সকাল সাড়ে সাতটায়। উঠেই, খাট-বিছানার পাশেই রাখা চেয়ারের ওপর তাকিয়ে দেখি, অামার গ্যালাক্সি মো্বাইল সেট নেই। এবং জানালার গ্লাস কিছুটা সরিয়ে দেওয়া, ফাঁকা। বুঝেই ফেললাম, জিনিসটা গেছে। অাবার নতুন সেট কিনতে হবে। ফেসবুকে একটি স্ট্যাটাস লিখে ফের ঘুমিয়ে গেলাম। সকাল ১১ টার দিকে একজন এডি এসে কলিংবেল দিলে দরজা খুলে দিলাম। পিয়াসকে বললাম, 'অামার ফোন জানলা দিয়ে চুরি হইছে।'
পিয়াস বলল, 'ইস, সকালেই সেই চোর মারা গেছে।'
'কোথায়?'
'গলির মুখে। তিন বাড়ি অাগের এক বাড়িতে পাঁচিলের ওপর দাঁড়িয়ে জানলা দিয়ে এরকম চুরি করার সময় লোকজন টের পেয়ে চোর চোর বলে চিৎকার দেয়, তখন ভোরের নামাজিরা ফিরছিল। নামাজিদের ধাওয়া খেয়ে চোর পালাতে গিয়েও গলির অপজিটে অারো কিছু লোক তাকে ধরে ফ্যালে এবং পিটাতে পিটাতে বেগুন ভর্তা, হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা বলছেন, মৃত।'
এত এত চোরের দেশে কয়েকটা মোবাইল সেট চুরির দায়ে পিটিয়ে হত্যা করল একজন মানুষকে! এবং সেটি তাকিয়ে দেখল শীতের ভোরের রোদ?'
অামার মোবাইল সেট চুরি হইছে, ক্ষয়ক্ষতি হলেও মজা করে ফেসবুকে একটু মায়াবী একটা স্ট্যাটাস দিছি। কিন্তু ভাবিনি, বেলা বাড়লে শুনতে হবে যে, ভোরেই সেই 'চোর' লোকটি বা 'হিরুঞ্চি'কে এভাবে পিটিয়ে মেরে ফেলবে তারই স্বজাতি, যারা সাধু, যারা চোরের কাছে পাওয়া মোবাইল সেটগুলো বা ট্যাব-ফ্যাব নিজেরাই নিয়ে গেছে!
সারাদিন মানুষের মুখোমুখি বসে কথা বলতে বলতে অামার 'চোর' ভাইটির কথা মনে পড়ছিল, যাকে অামি কোনোদিন দেখিনি, যে অামার মোবাইল ফোন চুরি করে থাকতে পারে তার প্রয়োজনে, কিন্তু তাকে পিটিয়ে হত্যা করার মতো সাধু অামি অাশেপাশে দেখিইনি তো!
২| ২৬ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:১০
মোহাম্মদ শফিউল্লাহ বলেছেন: কিছু মানুয খুব নিষঠুর।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:২৮
তার ছিড়া আমি বলেছেন:
"ফেসবুকে একটি স্ট্যাটাস লিখে ফের ঘুমিয়ে পড়লাম" !!!!
৪| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩১
আবু তালেব শেখ বলেছেন: ওরাই প্রকৃত জারজ যারা গাড়ি দুর্ঘনা হলে টাকা মোবাইল খোজে। চোরকে মেরে তার চুরি করা জিনিস যে নিল সেইতো বড় চোর
৫| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৩
রাজীব নুর বলেছেন: গতকালকের ঘটনা।
বাসের মধ্যে এক লোককে ৪/৫ জন মিলে কি মাইরটা দিল।
আমি শুধু ভাবলাম- মানুষ মানুষকে এভাবে মারতে পারে?
৬| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯
খায়রুল আহসান বলেছেন: সে চোরেরও মা-বাবা, বউ-বাচ্চা আছে। তাদের জন্য মায়া হচ্ছে!
৭| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪
কামরুননাহার কলি বলেছেন: চোর কে এভাবে না মেরে চোরকে ধরে একটি ছোট খাটো কাজ দিয়ে দিলেই তো হয়। যাতে আর এভাবে চুরি না করে।
কিন্তু আমাদের দেশে সাধু মানুষগুলো চোরের উপর বাটপারি করে আরো বেশি। আরে যারা দিনের পর দিন কোটি কোটি টাকা চুরি করে খায় তাদের কে কেনো এই সাধু পাবলিকরা গণধোলাই দিয়ে এই ভাবে মারে না। আজব দেশ রে ভাই আজব দেশ।
৮| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১১
ঢাকাবাসী বলেছেন: এদেশের একজন শাসক ষাট পয়ষট্টি বছর আগে বলেছিলেন 'বাঙালীরা একক ভাবে কাপুরুষ কিন্তু দলগত ভাবে নিষ্ঠুর'। একটা চোরকে দেখে কোন ব্যাটা কিছু বলবেনা কিন্তু কেউ একবার বলা (মানে মাইর) শুরু করলে সবাই হিরো হয়ে গিয়ে মাইর শুরু করবে, অন্ত একটা ঘুসিতো দিবেই!
৯| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬
ফয়সাল রকি বলেছেন: যারা চোরের কাছে পাওয়া মোবাইল সেটগুলো বা ট্যাব-ফ্যাব নিজেরাই নিয়ে গেছে!
ঐগুলো তো তাদের পাওনা ছিল, শ্রমের একটা মূল্য আছে না!
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৩
শামচুল হক বলেছেন: চমৎকার চোর