![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাঁটা দ্য ফিল্মঃ চরিত্রায়ণঃ তুমি নীল হও, অারেকটু মিল হও
........................
একবার মাছরাঙাটির কথা ভাবো, ওই যে মাছরাঙা পাখিটি! জলের কতকটা উপরে থেকেও সে কীরকম ধ্যানস্থ দ্যাখো! তার ধ্যান জলের গভীরে, যেখানে একটি মাছই তার তীব্রতার কাছে হার মেনে যায়। জল থেকে সেই মাছ ঠোঁটে নিয়ে শূন্যে উড়ে যায় অামাদের পাখিটি। মাছ একটি চরিত্র, মাছরাঙাও একটি চরিত্র। মাছরাঙা তার চরিত্রে স্থির থাকলেই মাছ তার ঠোঁটে গেঁথে যায়। মাছরাঙা লক্ষ স্থির করে ধ্যান করে। তুমি মাছরাঙা হও, তুমি শূন্যে থেকেও জলে ধ্যানস্থ হও, তুমি ডানায় ভারসাম্য রেখে জলের ওপরে উড়ন্ত কিন্তু স্থির থাকো, তুমি 'কাঁটা দ্য ফিল্ম' এর চিত্রনাট্যের চরিত্র, তুমি স্থির হও, তুমি ধ্যানস্থ হও, তুমি তুলতুলে অাকাশের দিকে তাকিয়ে অারেকটু নীল হও, তুমি তোমার থেকে বেরিয়ে চিত্রনাট্যের চরিত্রের সঙ্গে অারেকটু মিল হও...
হলেই, তোমাকে অামি প্রহরান্তের দৃশ্যটি করে দেখাতে বলব...
টোকন ঠাকুর
কাঁটা দ্য ক্যাম্প টু
১ ডিসেম্বর, ২০১৭
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৮
হাসান রাজু বলেছেন: তীব্রতর হয়েছে।
মাছরাঙা চিত্রনাট্যে ঢুকেছে।
এতো খুশির খবরে ও ভেবে নাহি পাচ্ছে, নিজের নামে যেখানে টিভি আছে, কোন যুক্ক্তিতে তা ছেড়ে কাটা যুক্ত ফিল্মে ঢুকবে?