নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

টোকন ঠাকুর

কবিতা গল্প লিখি, ছবি আঁকি-বানাই, একাএকা গান গাই...

টোকন ঠাকুর › বিস্তারিত পোস্টঃ

মর্গে, তানভীরের জন্যে...

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১১




মর্গে, তানভীরের জন্যে...
.............................

অাগের স্ট্যাটাসে লিখেছিলাম তানভীর হার্ট অ্যাটাকে মারা গেছে। কিন্তু বিকালে যখন উত্তরায় তানভীরের লাশ দেখতে বেরুচ্ছি, ফোনে পুনরায় কথা হলো রেজা অারিফের সঙ্গে। জানলাম, তানভীরের লাশ নিয়ে তারা ঢাকা মেডিকেলের দিকে রওয়ানা হয়ে গেছে। জানলাম, হার্ট অ্যাটাক নয়, বাসার ফ্যানে ঝুলন্ত লাশ পাওয়া গেছে। সঙ্গত কারণেই লাশের পোস্টমর্টেম হবে। ঢাকা মেডিকেলের পোস্টমর্টেম ঘরের পাশে প্রায় ঘণ্টাদেড়েক ঘরে দাঁড়িয়ে, বসে ভাবছিলাম, অার বাকি যে লাশ ওখানে স্বজনের অপেক্ষায় অাছে বা নেই, তার জন্যে তেমন কোনো লোকজন নেই। হয়তো পরে অাসবে বা লাশবাহী গাড়ি অানতে গেছে। লাশকাটা ঘরের অাশেপাশে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে ছিল বা থাকেই। তানভীর ময়না তদন্তের জন্যে ঘরের ভেতর ঢোকানো হয়েছে, রুমের বাইরে অামরা কিছু মানুষ অপেক্ষা করছি_এরকম কোনোদিন ভাবিনি।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: সকালে আপনার পোষ্টে এই খবর পেয়ে দিন শুরু করেছিলাম।
এখন এই খবর জেনে ঘুমাতে যাচ্ছি।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: সকালে আপনার পোষ্টে এই খবর পেয়ে দিন শুরু করেছিলাম।
এখন এই খবর জেনে ঘুমাতে যাচ্ছি।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৫

রাফা বলেছেন: খুবই দুঃখজনক।

মানুষ কেনো যে আত্মহত্যা করে !
একটু যদি আপনজনদের কথা ভাবতো।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭

ফয়সাল রকি বলেছেন: তানভীর ভাইর এভাবে চলে যাওয়াটা সত্যিই খুব দুঃখজনক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.