নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তমাল তালুকদার

কেউ / আপনি / তুমি আমাকে আপনার রাজ্যে দাস ভাবতেই পারেন , কিন্তু আমার রাজ্যে আমিই রাজা । আর রাজা কখনো অন্যের তাগিদে নিজ রাজ্য বিসর্জন দিবেনা । কেউ / আপনি / তুমি , আপনার উদ্দেশেই বলছি কখনও কারো ভালবাসাকে দূর্বলতা ভেবে ভুল করবেন না । ভালবাসার মূল্য অনেক বড় – বুঝলেন । আর আমিও না একটা আজব , ভালোবাসা কাকে বলে যে এটা বোঝেই না আমি হুদাই তাকে সারাদিন এসব বলে বেড়াই । অভ্যাসটা আর ভাল হল না , বারবার কষ্ট পাওয়ার পরও – বারবার আজব সব মানুষদের সাথে আমি বারবার বন্ধুত্তে জড়িয়ে পড়ি । কবে যে আমি ভাল হব ....................................।। — feeling alone

তমাল তালুকদার › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক স্ট্যাটাস

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৯

একটি ৩ বছরের বাচ্চার ফেসবুক

স্ট্যাটাস যেমন হবেঃ

*গতরাতে বিছানা ভিজিয়ে দিয়েছি।

ভাবছি এখন থেকে আম্মুর

কথা শুনে ঘুমানোর একবার আগেই

হিসি করে নেব। এতবড় ছেলের

বিছানা ভিজিয়ে দেওয়া তো মোটেই

কাজের কথা নয়।

*দুধের ফিডার থেকে সব

দুধ গায়ে ফেলে দিয়েছি। আর আম্মু

ওদিকে ভেবেছে আমি বুঝি হিসি করে দিয়েছি।

এইডা কিছু হইল

*আজ চুল কাটার সময় অনেক কেঁদেছি।

নাপিত কাকু

তো ভেবেছে আমি ভয়তে কাঁদছি। কিন্তু

আমি আসলে চেয়েছিলাম আজকে শেভটাও করবো। কিন্তু

কেউ আমার কথা শুনল না।

*বাবার সম্পর্কে আমার আম্মু রোজই

পাশের বাসার আন্টির সাথে গুজুর গুজুর করে।

ভাবছি কথাটা বাবাকে বলে দিব।

নাকি বলে দেওয়ার ভয়

দেখিকে আম্মুকে ব্ল্যাকমেইল করব?

ফ্রেন্ডস, প্লিজ সাজেস্ট মি। হুইচ ওয়ান

উড বি বেটার?

*আজ সকালে আমি ঘুম

থেকে উঠতেই আম্মু আবিষ্কার করল, আমার নতুন

একটা দাঁত উঠেছে। এটা আমার জীবনের

একটা স্মরণীয় ঘটনা।

এটাকে সেলিব্রেট করতে একটা পার্টি দিব ভাবছি।

কিন্তু ড্রিঙ্কস হিসেবে কোনটা দেওয়া যায়, বলেন

তো। দুধ হলে লাইক দিন, আর জুনিয়র

হরলিক্স হলে কমেন্ট। কিন্তু অন্যকিছু

সাজেস্ট করবেন না। আমার বাজেট

সীমিত।

*আমার

আম্মুর এক বান্ধবী আজ আদর করে আমার গালে চুমু

খেয়েছেন। ফ্রেন্ডস, উনার সাথে কি আমার কিছু হবার

চান্স আছে?

*আমার আম্মু-আব্বু ঠিক করেছে আগামী মাস

থেকে আমি স্কুলে যাব। ব্যাপারটা বেশ

ইন্টারেস্টিং মনে হচ্ছে। নিশ্চয়ই অনেক নতুন জিএফ

হবে আমার।

তবে ওখানে গিয়ে পড়ালেখাটা না করতে পারলে আরও

বেটার হত।

এবিসিডি লেখা তো আমি এরই

মধ্যে শিখে ফেলেছি। এই বয়সে এর

বেশি আর কি চাই?

*ডরেমন আমার একদম

ভালো লাগে না। ভয়েস যেমনই হোক,

শিঞ্চান ইজ অলটাইম বেস্ট। একমত

হলে লাইকান। খবরদার কেউ দ্বিমত

করতে যাবেন না। এক্কেরে মাইরালামু।

*আজ সন্ধ্যায় পার্টিতে যাওয়ার সময়

আম্মু দেখে তার পারফিউমের বোতল খালি। তাও

নাকি একদম নতুন বোতল। এ ব্যাপারে কাজের

বুয়া অ্যান্টিকে দোষারোপ করা হচ্ছে।

আমি অবশ্য এখনো মুখ খুলি নাই। কারণ মুখ খুললেই

তো আম্মু সব টের পেয়ে যাবে। পারফিউমের

বোতলটা অনেকটা ফিডারের

মত দেখতে তো, তাই আমি দুধ ভেবে সব পারফিউম

খেয়ে ফেলেছি।

স্বাদটা কিন্তু ভালই ছিল। ইউ ক্যান ট্রাই ইট অ্যাজ

ওয়েল!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৯

প্রিন্স ঠাকুর বলেছেন: ভালো লাগলো স্ট্যাটাসটা পড়ে...


ভালো থাকবেন সব সময়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.