নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশ শতকের অদৃষ্ট,সুপথের সন্ধানী তবু পথভ্রষ্ট,পূর্নতায় হৃদয় সিক্ত,রজক জয়ন্তী পূর্ন বন্দি অবশেষে মুক্ত।
শ্যামা মেয়ে,
ধ্রুপদী বহুরূপী উপমা দিতে হয়তো ব্যর্থ অামি।
তবুও এই অামি শুধু জেনেছি তোমার অস্পর্শেই
অামার হৃদস্পন্দনে বিজলির স্পর্শের মতই মাতাল।
এই নশ্বর ধারায় সবই নিঃশেষ হতে পারে,
তবু তোমার পুলকদিপ্ত হাসির ঝলকানিতে পরাজিত অবিনশ্বর।
জানিনা, মায়া সন্ধিৎসু এ তৃষাতুর এই শূন্য মানব
কোন তৃষ্ণা ঘোচাতে দিশেহারা।
শ্যামা মেয়ে,
উচাটন এই শূন্য মহলের বন্দি অাবেগের মুক্তির দিশারী তুমি।
কত শত কাব্য উপন্যাস অাজও সৃষ্টির লাগি অপেক্ষারত।
তোমার চোখের মায়াতে সব ফিরে পাবার ক্ষন গুনতে গুনতে অামি অাজও অক্লান্ত।
জীবনের অর্থ খুজতে খুজতে অামি তোমার মাঝে খুজে পেয়েছি স্বর্গীয় পবিত্রতা।
হয়তো তুমি স্নো হোয়াইট কিংবা রাজকুমারী ইলিয়ানা নও।
তবে অামার কল্পনার সবটুকু জুড়ে শুধুই তোমার অবস্থান।
তুমিই কেউ নও,তুমি শুধুই তুমি,
এবং সেই তুমি শুধুই অামার।
তুমি সেই,যার প্রতিক্ষাতে স্রষ্টার তরে মিলিয়ন শতাব্দী ধরে মিনতি করে রেখে ছিলাম।
অবশেষে অামি তোমার স্পর্শের নেশাও মত্ত।
শ্যামা মেয়ে,
অামার ভালবাসার সবকাব্যর তুমিই নিউক্লাস।
ভালবাসার সবটুকুর প্রাপ্তি শুধুই তুমি।
এই অামায় তোমার তরে উৎসর্গ করার ঘনঘটায়।
তুমি শুধু এক চিমটি রদ্দুর মাখা হাসি দিয়ে পূর্ন করো এ হৃদয়।।
ভালবাসি তোমায় শ্যামা মেয়ে,ধন্য করো অামায়। :-)
২| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৭
মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ ভ্রাতা,
অনুভূতি গুলোকে কিছু লাইনে অাটকানোর প্রচেষ্টা মাত্র।।
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
শ্যামা ময়ের বন্দনা ছুঁয় গেল
তোমার অস্পর্শেই
অামার হৃদস্পন্দনে বিজলির স্পর্শের মতই মাতাল।
এই নশ্বর ধারায় সবই নিঃশেষ হতে পারে,
তবু তোমার পুলকদিপ্ত হাসির ঝলকানিতে পরাজিত অবিনশ্বর।
জানিনা, মায়া সন্ধিৎসু এ তৃষাতুর এই শূন্য মানব
কোন তৃষ্ণা ঘোচাতে দিশেহারা।
+++++++++++