নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তমাল। তমাল মানে তমাল বৃক্ষ! আমি বৃক্ষের মতোই সরল, সহজ এবং মোহনিয়। পেশায় একজন পুরঃ কৌশল প্রকৌশলী। কাজ করেছি দেশের স্বনামধন্য কোন এক দপ্তরে। বর্তমানে উচ্চশিক্ষার জন্য জার্মানীতে অবস্থান করছি। আমি ভালবাসি মানুষ,দেশ এবং পরিবেশ। ধন্যবাদ।

মুহাম্মদ তমাল

একুশ শতকের অদৃষ্ট,সুপথের সন্ধানী তবু পথভ্রষ্ট,পূর্নতায় হৃদয় সিক্ত,রজক জয়ন্তী পূর্ন বন্দি অবশেষে মুক্ত।

মুহাম্মদ তমাল › বিস্তারিত পোস্টঃ

সবকিছু ঠিক হয়ে যাবে

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫৫



একদিন সবকিছু ঠিক হয়ে যাবে।
মরচেপড়া বিবর্ন ধূসর অাকাশে দেখা দিবে এক রক্তিম অাশার সূর্য।
তুমি অামি সেই ঊষা ধরা প্রভাতে নতুন ভাবে ভালবাসার স্পর্শে মাতবো।
কি পাইনি জীবনে সেটা ভুলে,
প্রাপ্তি গুলাকে বুকে নিয়ে নতুন এক পূর্ন্যতার কাব্য রচনা করবো।।

সবকিছু ঠিক হয়ে যাবে,
শত অসম্ভবের পাথরের মাঝে মাথা উচু করে দেখা দিবে সম্ভবনার এক চীর সবুজের নতুন অঙ্কুরোদগম।
সে ক্ষুদ্র অঙ্কুরোদগম অাকার নিবে ভালবাসার এক চীর সবুজ মরুদ্বীপে।

সবকিছু ঠিকহয়ে যাবে,
ব্যর্থতার মুকুট পরে যখন অামরা পিছু হাঁটতে হাঁটতে হাঁটতে দোয়ালে পিঠ ঢেকে যায়,
অার এক পা পিছে যাওয়ার পরিস্থিতি থাকে না,
তারপরেও অামরা এক অমৃত বিস্রুত বানী প্রত্যয় করে রাখি,
একদিন সবকিছু ঠিক হয়ে যাবে।
যে দিন তোমার অামার সন্নিকটে।।

সবকিছু ঠিক হয়ে যাবে,
এই নিষ্পাপ পৃথিবীর বুক থেকে নিঃশ্বাসের সাথে বিলীন হবে সব কালীমা মাখা স্বার্থপরতা,
যে স্বার্থপরতা ভুলে পৃথিবিটাকে ভরে তুলবো অামরা এক স্নিগ্ধ ভালবাসায়।
যেখানে তুমি অামি চোখে চোখ রেখে পার করে দিবো কয়েক দশকের এই ছোট্ট জীবন।
ভালবাসার কিছুকাল পরে শায়িত হবো এক অমর যাত্রায়।
হ্যা সবকিছু ঠিক হয়ে যাবে।। :-)

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:০২

মুহাম্মদ তমাল বলেছেন: প্রিয় ব্লগার ভাই ব্রাদারস,
এটা প্রথম পাতায় লেখা আমার প্রথম পোস্ট,
ভুল ত্রুটি মাফ করবেন।
সবাই ভাল থাকবেন।

২| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:০৩

ভ্রমরের ডানা বলেছেন: আশাবাদী কবিতায় একরাশ ভাল লাগা রেখে গেলাম।


শুভেচ্ছা নিবেন!

৩| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:০৯

মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ । :) আশাই জিবনের একমাত্র শেষ সম্বল । আপনাকে অভিনন্দন রইল ।

৪| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:১৮

মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অনেক ভাল লাগলো আপনার আশাবাদী কবিতাটি। কিন্তু কিছু বানান ভুল আছে, সে দিকে খেয়াল রাখবেন।

৫| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:৩০

মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ ভাই। নতুন তো, কিছু দিন পর ''সবকিছু ঠিক হয়ে যাবে'' :) :) http://www.somewhereinblog.net/blog/shuvro300

৬| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:৪১

রায়হানুল এফ রাজ বলেছেন: একদিন যেন সবকিছু ঠিক হয়ে যায়।

৭| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:১৯

fa siam বলেছেন: স্বার্থপরতা বানানটা এভাবে হবে

কবিতাটা বেশ ভাল লেগেছে

৮| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:২৮

সুমন কর বলেছেন: প্রথম পাতায় লেখা এটি আপনার প্রথম পোস্ট----শুভ ব্লগিং।

মোটামুটি লাগল।


*অ.ট.: একটি ব্যক্তিগত প্রশ্ন করি, কিছু মনে করবেন না, fa siam এর প্রোপিক এবং আপনার প্রোপিক গতকাল রাতেও একই ছিল। এবং দু'জনই কাল রাতে আমার ব্লগ বাড়ি ঘুরে গিয়েছিল, তাই মনে আছে। উত্তর দেবার প্রয়োজন নেই। fa siam এর মন্তব্য এখানে দেখলাম তো, তাই প্রশ্নটা মনে আসলো !!

শুভ সকাল।

৯| ৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৭

মুহাম্মদ তমাল বলেছেন: উৎসাহ প্রদানের জন্য ।ধন্যবাদ ভাই ব্রাদারস।শুভেচ্ছা নিবেন। শুভ সকাল।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.