নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তমাল। তমাল মানে তমাল বৃক্ষ! আমি বৃক্ষের মতোই সরল, সহজ এবং মোহনিয়। পেশায় একজন পুরঃ কৌশল প্রকৌশলী। কাজ করেছি দেশের স্বনামধন্য কোন এক দপ্তরে। বর্তমানে উচ্চশিক্ষার জন্য জার্মানীতে অবস্থান করছি। আমি ভালবাসি মানুষ,দেশ এবং পরিবেশ। ধন্যবাদ।

মুহাম্মদ তমাল

একুশ শতকের অদৃষ্ট,সুপথের সন্ধানী তবু পথভ্রষ্ট,পূর্নতায় হৃদয় সিক্ত,রজক জয়ন্তী পূর্ন বন্দি অবশেষে মুক্ত।

মুহাম্মদ তমাল › বিস্তারিত পোস্টঃ

দিন শেষে সবাই একলা

১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৫



বন্ধু,
অামি এক অবেলার যাত্রী,
জীবনের প্রতিপদে পিছিয়ে পড়তে পড়তে এখন হেরে যাওয়া দলের কাছেই বারবার পরাজিত।
হয়তো অন্যকে হারানোর মাঝে জীবনের পূর্নতা খুজতে এসে খুজতে হেরে যাওয়ার শৃঙ্খলের মায়ার কার্যপরিধি ত্যাগ করার ইচ্ছা টুকুই হারিয়েছি।

মাঝে মাঝে জীবনে অামাকে উপহাস করে জানতে চায়,
ওহে বিরহের জাতক,
কি অাছে তোর শূর্ন্য হৃদয়ের কান্না ছাড়া?
অামি এক চিলতে হেসে নিজে নিজেকে স্বান্তনা দেই......
"কি দরকার এত পাওয়া না পাওয়ার হিসেব চুকিয়ে "?
"দিন শেষে তো অামরা সবাই একলা।"

এই বিভোর জনারণ্যে কত হাসি মুখ,
এত গান, কত স্নেহ, ভালবাসা, স্নিগ্ধতা,মায়া, সবকিছুই অংশীদারিত্ব অর্জনের অামরা নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী।
প্রতিযোগিতা.....হ্যা,
নিজেকে অতিক্রম করার।
অন্তিম সুখের ক্ষুদায় মত্ত হয়েও অসীম সুখি মানুষের একটাই প্রশ্ন...... কি অামার পূর্নতা.....?
কারন "দিন শেষে অামরা সবাই একলা।" :-)

সুখের মোহের মাদকতা জীবনের কোন একা বাঁকে হয়তো কমে যাবে,তখন চীর সঙ্গী একাকিত্বকে বুকে চেপে চলতে হবে বাকীটা পথ। যে পথ অন্তিম।
কারুগৃহের বর্ণীল দেয়ালে ভালবাসার রঙে জীবনকে রাঙিয়ে তোলার সময় কাল হয়তো নাও ভাগ্যে জুটতে পারে, তবে কাল তোমার সঙ্গী একাকিত্বকে পাবে এটা নিশ্চিত থাকো বন্ধু।

বন্ধু,
ভালবাসাময় এই জগত থেকে যতটা পারো বুক ভরে ভালবাসা ঘ্রান নিয়ে নাও,কি লাভ বলো চতুষ্কোণের শৃঙ্খলে অাটকে। দিন চলে যাবে, হয়তো নতুন কোন পূর্নতার বানী নিয়ে তোমার অামার বারান্দায় থাকবে রক্তিম ঊষার অালোর অহবান।
তবে দিন শেষে,নিদ্রারত হওয়ার ঠিক পূর্বক্ষণে দুচোখ বন্ধ করে ভেবে দেখো বন্ধু.....
"দিন শেষে অামরা সবাই একলা"।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.