নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশ শতকের অদৃষ্ট,সুপথের সন্ধানী তবু পথভ্রষ্ট,পূর্নতায় হৃদয় সিক্ত,রজক জয়ন্তী পূর্ন বন্দি অবশেষে মুক্ত।
"বন্ধু,
অাজ এই বর্ণিল ধারায় চলছে পুনর্মিলনীর এক অন্তিম লগ্ন,
পৃথিবীর যত প্রেমের জাতক জাতকী তাদের হাজারো রজনীর অপূর্ণা ঘুচাতে মগ্ন,
সেখানে তুমি অামি অনলে ঝলসানো এক শেকল পরে অপূর্ণতার কাব্যের বিষে নীলাভ।
হয়তো এই ক্ষনের প্রত্যাশাতে তুমি অামি কত সপ্ন জাল বুনেছিলাম ভালবাসার রেশমি সুতোয়.....
মেঘে ডানায় ভর করে এক পশলা বৃষ্টিকে অাহবান জানিয়েছিলাম,
ভিজেছিলাম কত সহস্র রজনী।
তোমার কাঁজল নয়নের অপূর্বদৃষ্টিতে বারী ধারার পবিত্র জলে মিশে যখন একাকার ছিলো,
অামার সাধ্য ছিলো না ঐ নয়ন থেকে অামার এ লব্ধুকসম পিপাসু নয়ন লুকাতে। তাইতো হাজারো বার তোমার ভালবাসায় নিমজ্জিত ছিলাম অামি।''
"বন্ধু,
অাজও অামার হৃদয়ে সেই স্বর্গীয় ভালবাসার স্নিগ্ধতা স্পর্শ করে যায়, অনুভব জুড়ে তোমার অাকুলতায় ধুকে ধুকে মরার মাঝেই অামি পৃথিবীর শ্রেষ্ঠ সুখের অন্বেষী।"
তুমি অামি অাজ অনেক বেশী দূরে,
হয়তো এ দূরত্ব সামান্যতম ফাঁটল থেকে অাজ রূপ নিয়েছে মহাদেশ থেকে মহাদেশ।
অামি তোমার ভালবাসা খুজতে খুজতে বৃহস্পতির বলয়ে ঘুরতে ঘুরতে জানতে পেরেছি শনিগ্রহের গ্রাসী।
তোমার অামার মাঝে অসংখ্য কাঁটাতার,
মনের মন্দিরে চলছে প্রেমের নিষেধাজ্ঞা।
বন্ধু,
তারপরেও কোন এক ক্ষনে তোমার তুষার শুভ্র মুক্ত ঝরা হাসির দর্শক হবার কিঞ্চিৎ অাশা এ অতৃপ্ত অাত্মার শেষ অারতী।
জানি,
তোমার অামার পুনর্মিলনে স্বয়ং বৃধাতার অনিচ্ছা।
তবুও তোমার ভালবাসার মায়ায়,এই অতৃপ্ত কাঙালের শেষ সাধটুকুর পূর্নতা পাবে।
©somewhere in net ltd.