নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তমাল। তমাল মানে তমাল বৃক্ষ! আমি বৃক্ষের মতোই সরল, সহজ এবং মোহনিয়। পেশায় একজন পুরঃ কৌশল প্রকৌশলী। কাজ করেছি দেশের স্বনামধন্য কোন এক দপ্তরে। বর্তমানে উচ্চশিক্ষার জন্য জার্মানীতে অবস্থান করছি। আমি ভালবাসি মানুষ,দেশ এবং পরিবেশ। ধন্যবাদ।

মুহাম্মদ তমাল

একুশ শতকের অদৃষ্ট,সুপথের সন্ধানী তবু পথভ্রষ্ট,পূর্নতায় হৃদয় সিক্ত,রজক জয়ন্তী পূর্ন বন্দি অবশেষে মুক্ত।

মুহাম্মদ তমাল › বিস্তারিত পোস্টঃ

বিসর্জনের অাবর্তন।

১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫০

অামার অাঁকাশ মেঘলা,
ল্যাম্পপোস্টের অালোতে রাস্তার মশারাও বিব্রত,

অনেকটা দিন জোছনায় ভিজিনা, দেখিনা দক্ষিণা হাওয়ার সন্ধা,
অনুভূতির সাগর শুকিয়ে গেছে, প্রেমের সূচক নিন্মমুখি, অাবেগের চলছে মন্দা।

অামার ভিষন্নতার গল্পগুলোর মলাট বদলে ফেলেছি,
উপরটা চাকচিক্যময় রংধনু, যদিও ভিতরের গল্পগুচ্ছতে শুধুই হাহাকার।
অার বুক ফাটানো চিৎকার, তবুও না কেমন যেন করে দিচ্ছে সময়।
অশ্রু ঝরনো সেই প্রিয় গান গুলোই অনুভূতিতে তেমন একটা প্রভাব ফেলেনা,
প্রিয় মানুষকে নিয়ে সেই ভেজা বালুচরে রূপালী অালোতে ভালবাসাবার মুহূর্ত-গুলো অাবছা হয়ে গেছে।
সময় এমনই, সবাইকে বদলে দেয়,
নিজেকে জমাটবদ্ধ হিমালয় মনেহয়, বাহিরটা তুষার শুভ্র, ভেতরটা কংকরময়।

যে বেলি ফুলে ভরে ফেলেছিলাম অার দুই ফুট প্রস্থের বারান্দা,
সেই বেলি ফুল অামার চোখের বালি, অার তার সুবাস অামার অসহ্য লাগে,
তোমার থেকে শোনা তিক্ত কথাগুলো শুনলে অাগে বাম প্রবৃত্তে চিনচিন একটা ব্যথা অনুভব হতো সত্যি বলছি তোমার কথা শুনে এখন অামার হাসি পায়।
সে এক বেজায় বিধ্বংসী হাসি-
যে হাসিতে অনেক অাগেই ধুয়ে মুছে গেছে অভিমানেরর পাহাড়।
কোন চাওয়া নেই,
যতটুকু প্রাপ্তি,
তাতেই অাত্মতৃপ্তির ঢেকুর তুলি।
এটাই তো জীবন।
চলছে বেশতো, অামি অার অামার জানালা দিয়ে অাসা ল্যাম্পপোস্টের অাবছা অালো। তুমি অার ঐ জোছনা থেকেও ল্যাম্পপোস্টটা অামার প্রিয়।
পারলে অাবছা অালোতে, অনুভূতি সব বিসর্জন দিও।।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৪

মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ ভাই। ভালবাসা রইল। ভাল থাকুন সবসময়। শুভ কামনা রইল।

২| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৩

Artcell Sabuj বলেছেন: সত্য ও সুন্দর উভয়েরই স্থান আছে। ভাল লাগলো।

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৫

মুহাম্মদ তমাল বলেছেন: আমি চেষ্টা করি আমার অনুভুতি গুলোকে কিছু লাইনের মাঝে আটকাতে। ধন্যবাদ ভাই। দোয়া করবেন আমার জন্য। ভাল থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.