নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তমাল। তমাল মানে তমাল বৃক্ষ! আমি বৃক্ষের মতোই সরল, সহজ এবং মোহনিয়। পেশায় একজন পুরঃ কৌশল প্রকৌশলী। কাজ করেছি দেশের স্বনামধন্য কোন এক দপ্তরে। বর্তমানে উচ্চশিক্ষার জন্য জার্মানীতে অবস্থান করছি। আমি ভালবাসি মানুষ,দেশ এবং পরিবেশ। ধন্যবাদ।

মুহাম্মদ তমাল

একুশ শতকের অদৃষ্ট,সুপথের সন্ধানী তবু পথভ্রষ্ট,পূর্নতায় হৃদয় সিক্ত,রজক জয়ন্তী পূর্ন বন্দি অবশেষে মুক্ত।

মুহাম্মদ তমাল › বিস্তারিত পোস্টঃ

পাগলের প্রলাপ

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৫



"অামার ইচ্ছা গুলো বাক্স বন্দি করে,
ভুল গন্তব্যপথে পার্সেলের ফন্দি করে,
বিবেকেরে অন্ধ করে, ভাবনা চিন্তা বন্ধ করে,
হারিয়ে যাবো অনুভবের তরে, অামার প্রিয় বারান্দারই অন্ধকারে।"

"কাল কিংবা মহাকালে,অাটি বাঁধলাম ছিড়ে হিন্দি চুলে,
তোর অর্থহীন, ব্যর্থ অাশায়, কতবারে লোভে ভাসায়,
তুই অামায় অাকাঁশ দিবি,শরতকালের সাদা কাঁশ দিবি,
এত রকম প্রলোভনে,মনকি অামার পিছু টানে,
শেষ মেশ তো বাঁশ-ই দিলি, সব অাবেগ গুলা ছিনিয়ে নিলি,
সালার অামি ব্যাটা বড্ড গাঁধা, তোর তরে কেন পড়ছিলাম বাঁধা,
কি ছিলো ঠোঁটের কোনে, বারে বারেবারে অানমনে,
অামার বড়বড় চোখের পরে, মোটা ফ্রেমের চশমার ভরে,
অামায় একটু বেশী-ই অাতেল লাগে, তোর তাতেই নাকি বড্ড কিউট লাগে,
অামার মাথার ঝাঁকড়া চুলে, উঁকুনের দলের উৎসব চলে,
সেই চুল তুই কাঁটিয়ে ছাড়লি,অামায় অাফ্রিকান জংলি বলে,
কত রকম নিয়ম কানুন, এই যে জনাব মন দিয়ে শুনুন,
কান পেকেছে এসব শুনে, তোর নিয়ম কানুন গুনে গুনে,
ছেড়ে দে মা কেঁদে মরি, হবো না অার প্রেম পূজারী।
তোর প্রেমের মাঝে অাছে কি,অামার বুঝতে অার বাকী অাছে,
সাময়িক চুলকানিতে, মজাই লাগে চুলকে দিতে,
ছালবাকল সব উঠে গেলে,তখন সবার বুদ্ধি খোলে"।

"সালার অামি মরি জ্বালার জ্বালায়,পাবলিক মরে খুশির ঠেলায়,
চাইনা কোন প্রেম প্রতিজ্ঞা, মহাগুরু দাও অাজ্ঞা।
অামি বাঁচতে চাই পাখি হয়ে, সুখের সাধ যাক অপূর্ণ রয়ে।
কি হবে বলে অাবাল তাবল,লাভ নেই করে এত ঢাক ঢোল,
শতশত পৃষ্ঠা অংক কষে,ফলাফল যদি শূন্য পাই অবশেষে!
ফিরবো সবাই খালি হাতে,বিদায় নিয়ে সুপ্রভাতে।।"

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪১

Al Rajbari বলেছেন: হা হা :P :P

২৩ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৩

মুহাম্মদ তমাল বলেছেন: সামান্য হাসির খোরাক জোগানোর প্রচেষ্টা করেছি ভাই। আপনার ভাললাগা আমার বড় প্রাপ্তি। ভাল থাকুন সব সময়।

২| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫৭

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: দারুণ লিখেছেন ;) B-)

এমন আরো লিখুন ।

২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২০

মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.