নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তমাল। তমাল মানে তমাল বৃক্ষ! আমি বৃক্ষের মতোই সরল, সহজ এবং মোহনিয়। পেশায় একজন পুরঃ কৌশল প্রকৌশলী। কাজ করেছি দেশের স্বনামধন্য কোন এক দপ্তরে। বর্তমানে উচ্চশিক্ষার জন্য জার্মানীতে অবস্থান করছি। আমি ভালবাসি মানুষ,দেশ এবং পরিবেশ। ধন্যবাদ।

মুহাম্মদ তমাল

একুশ শতকের অদৃষ্ট,সুপথের সন্ধানী তবু পথভ্রষ্ট,পূর্নতায় হৃদয় সিক্ত,রজক জয়ন্তী পূর্ন বন্দি অবশেষে মুক্ত।

মুহাম্মদ তমাল › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ বিচরন।

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫০



"ঝরে পড়ুক বিষাদের বিবর্ণতা,
মুছে যাক শুভ্রতায়, শতবর্ষী জরাজীর্ণতা,
ভালবাসায় পূর্ণ হোক প্রতিটি সৃষ্টির হৃদয় দরিয়া,
কারন এটা ভালবাসার ঘনঘটা।
হাজারো পরিসংখ্যান, অার চুল চেরা বিশ্লেষণ।
শেষের অবিশিষ্টতা মানব হৃদয়ে ভালবাসার শোষণ।
শেষ বিন্দুর বাষ্পপুঞ্জ হবার পূর্বের শেষ ফোটা।
হাজারো নিয়ম অার নিষেধের বলয়ে স্বাধীনার খোটা,
পুরাতন স্বত্বার মাঝে পরাধীনতার নতুনত্ব-
এক পা চলতে দুপা বারণ, মানব তোমার অমরন বন্দিত্ব।

মানব,
তুমি ভালবাসতে পারবে না, ইহা মহা পাপ।
তুমি ভালবাসলে উপরে বিচারকের বড়ই ক্ষতি সাধিত হয়ে যাবে, তোমার ভাললাগা, অার পবিত্রতম অনুভূতি গুলোর ভাগিদারী ঐ মোটা মোটা নজর গ্রন্থের রচিয়তা।
তোমার সর্বকর্মে তার খবরদারি। যতই হোক তোমার কর্ম রকমারি। তোমার ভাললাগা মাত্রাকে লাগাম দিবে। নয়তো তুমি নিক্ষিপ্ত হবে, অগ্নীশ্বরের তরে।
এত মাথা ভার করা কথাবার্তার পরেও বেহায়া মানব হৃদয়ে ভালবাসার উকি দেয়, নিষেধের হিরোশিমার ছাইয়ে জন্ম নেয় নিষ্পাপ ভালবাসার অঙ্কুর।
এ অঙ্কুর বড়ই বেমানান, তিলেতিলে বুকে চেপে নিষিদ্ধ সম্পর্ক গুলোকে শাখা প্রশাখার জন্মদিতে থাকে।
নব উদ্যমে চলতে থাকা ভালবাসার সে অঙ্কুর বারে বারে দংশিত হয়, মহাজনের হিংস্র রক্ষকদের বিষাক্ত দৃষ্টিতে ।

মানব,
তুমি অপরাধী, তোমার ভালবাসায় নিষিদ্ধতা।
তোমার একমাত্র স্থান বিচারের কাঠগড়া।
মহাজন তোমার প্রতি বড়ই নাখোশ।
মহাশয়ের নিয়মের কাছে তোমার অনুভূতি অসহায়।
সাজা তোমাকেই পেতেই হবে। মহাশয়ের সেনাদল ভারী,
অার তুমি লঘিষ্ঠ।
এমনি করে অনন্তকাল ধরে নিরন্তর পবিত্র অনুভূতি গুলোর চলছে মৃত্যু কূপ পথে ঘৃণিত মশাল যাত্রা।
ভালবাসার মন্দিরে বিষাক্ত জল্লাদ গুলো ঠুকে দিলো বৃহৎ তালা।
মানব,
তোমার জন্য শুধুই তোমার জন্য একরাশ সমবেদনা।
অার উপহার স্রষ্টার প্রতি প্রার্থনা।
কারন ঐ মহাশয়ের তোমার ভাললাগাতে দিতেই হবে হানা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৪

মিঃ আতিক বলেছেন: সুন্দর

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১৪

মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ গুণী। ভালবাসা হৃদয় ছুঁয়ে যাক। ভাল থাকুন সব সময়।।

২| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৯

উদাস মাঝি বলেছেন: ছবিখানা দেখিয়া , আর পড়িতে ইচ্ছা করিল নাহ।
মন চায় সারাদিন ঐ মাইয়ার দিকে তাকাইয়া থাকি :>

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৩৪

মুহাম্মদ তমাল বলেছেন: হা হা হা....
উদাস মাঝি,
নজর করো হেফাজত,
না হয় তোমার দর্শন দোষে হতে পারে হাজত।

৩| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৩

শিখণ্ডী বলেছেন: বিবর্ণতা, পূর্ণ, কারণ, স্বাধীনার(বুঝলাম না),বারণ, আমরণ, রচয়িতা, জন্ম দিতে, উদ্যমে, লঘিষ্ঠ, নিরন্তর, মৃত্যু, ঘৃণিত। একটি কবিতায় এতগুলো বানান ভুল! সতর্ক হতে হবে। কবিতা বেশ হয়েছে। শুভ কামনা রইল।

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩৬

মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ গুণী। অনেক ভাল লাগলো, এমনি করে যদি আপনাদের থেকে দিক নির্দেশনা পাই তবেই কিছু শিখতে পারবো। ভাল থাকুন সব সময়। ভালবাসায় পূর্ণ হোক হৃদয়।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.