নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তমাল। তমাল মানে তমাল বৃক্ষ! আমি বৃক্ষের মতোই সরল, সহজ এবং মোহনিয়। পেশায় একজন পুরঃ কৌশল প্রকৌশলী। কাজ করেছি দেশের স্বনামধন্য কোন এক দপ্তরে। বর্তমানে উচ্চশিক্ষার জন্য জার্মানীতে অবস্থান করছি। আমি ভালবাসি মানুষ,দেশ এবং পরিবেশ। ধন্যবাদ।

মুহাম্মদ তমাল

একুশ শতকের অদৃষ্ট,সুপথের সন্ধানী তবু পথভ্রষ্ট,পূর্নতায় হৃদয় সিক্ত,রজক জয়ন্তী পূর্ন বন্দি অবশেষে মুক্ত।

মুহাম্মদ তমাল › বিস্তারিত পোস্টঃ

ড. মাহফুজুর রহমান ফ্যাক্ট

২০ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৩



প্রথমত বলি অামার ওনারে নিয়া কখনওই চুলকানি নাই। যাদের ওনারে নিয়া চুলকানি লাইনগুলা তাদের জন্য।
হ্যা ভাই ড. মাহফুজুর রহমান এবার ঈদেও তার একক সঙ্গীতানুষ্ঠান করেছেন। এইবার মেইন ঘটনায় অাসি, এই মানুষটা বরাবরই একটু সাংস্কৃতি মনা মানুষ। বহু বছর মিডিয়া নিয়া ওনার কাজ বাজ। তাই এই সবের প্রতি ওনার প্রবল অাগ্রহ। মিডিয়ার জন্য ওনার অবদান অনেক। কি কি অবদান এইগুলা ঘেটে দেখেন, সব জানতে পারবেন। ঘটনা হলো, ওনার বউয়ের ইন্সপ্রেশনে উনি গতবছর কয়েকটা গান বের করলেন। সোশ্যাল মিডিয়ায় উনি তো পুরাই ভিলেন অপরাধী হয়ে গেলো। ভাই রে ভাই, বাঙালী তাই নিয়া লেবু কচলাইতে কচলাইতে একদম যক্ষা তিতা বানায়ে ফেললো। অামি এইটাই বুঝলাম না, বাঙালীর ওনারে নিয়া এত চুলকানি কেন! কথা হইলো, উনি ওনার চ্যানেলে, ওনার খরচে গান প্রচার করছে, অাপনাদের কি সমস্যা ভাই, ওনারে বহুরূপী বানাইলেন। ট্রাস্ট মি, ওনার সম্পর্কে অামার হাস্যকর একটা ধারনা ছিলো, এবার জয়ের সেন্স অব হিউমারে ওনার পুরা ইনটারভিউ দেখে ওনারে নিয়া অামার দৃষ্টিভঙ্গি বদলিয়ে গেছে। ওনারে তারপর থেকে অামি অনেক রেসপেক্টট করি। ঐ খানে যা যা বলছে তা ১০০% ঠিক বলছে। যাগগে গতবারের ঘটনা,
তো এইবার কি হইলো, উনি এবারও গান বের করলো, হ্যা রে ভাই ওনার গান। উনি এবারও ওনার গানের অনুষ্ঠান করবেন ঘোষনা দেয়ার পর থেকেই বাঙালীর যেন বর্ষা কালের চুলকানি অারম্ভ হয়ে গেলো, তারে নিয়া ইভেন্ট খুললো বাঙালী, কত ট্রোল, অার কত কি.....
ভাই শোনেন, কি হইলো এইসব করে?
অাপনি শুনতে অবাক হবেন ওনার এবারের সঙ্গীত পরিচালনা করেছেন উপমহাদেশের অন্যতম লিজেন্ডারি শিল্পী বাপ্পি লাহিড়ী। হ্যা ভাই, অারো শুনে অবাক হবেন এবং জ্বলবেন এটা শুনে, এ যাবৎ কালের এটিএন বাংলায় প্রচারিত সকল অনুষ্ঠান থেকে ওনার এই অনুষ্ঠানের টিঅারপি সবচেয়ে বেশী ছিলো, এবং এবারের ঈদের সব গুলা টেলিভিশন চ্যানেলে যতগুলা ঈদের অনুষ্ঠান হইছে তার মধ্যে এটার টিঅারপি সবচেয়ে বেশী ছিলো। অাপনি তারে গালি দিছেন, একদম গুষ্ঠি উদ্ধার করে দিছেন, অারো যা যা অাপনার সীমা অাছে সবই করছেন, করে কি ছিড়ছেন ভাই, বরং উনি কোটি কোটি টাকা কামাইছে। অাসলে এইসব করে ওনার কিছুই হবে না। উনি দেখতে অাবাল হইলেও ওনার মাথায় মাল অাছে, গোবর দিয়া বায়োগ্যাস কিভাবে বানাতে হয় সেটা মনেহয় ওনার থেকে কেউ ভাল যানে না, উনি একটা পাক্কা বিজনেস ম্যান।

গতবছরের গানগুলা অাপনাদের চুলকানির কারনেই একটু একটু হলেও শুনছি গতবছরের গানগুলা ততোটা ভাল ছিলো না, তো এইবার ওনার গানগুলা যথেষ্ট বিরক্তিকর হলেও অামি ধৈর্য ধরে শুনেছি,
ভাই, থামেন, অাপনারা যেমন সমালোচনা করেছেন ঐ লেভেরের খারাপ না, বরংচো, বাংলাদেশের অনেক শিল্পী থেকেও ভাল। সুতরাং এইসব কাঁদা ছুড়াছুঁড়ি বন্ধ করাই মনেহয় ভাল।
অামি যাদের জ্ঞানী ভাবতাম, যথেষ্ট সম্মান করতাম, তারাও দেখি ওনারে নিয়া চুলকায়। যারা ওনার গানের ভুল ধরছেন, তাদের বলবো ভাই, নিজে নিজে একটা গান ফোনে রেকোর্ড করে শুনেন যে অাপনার কন্ঠটা কেমন,
মিউজিকের সাথে কেমন শোনায়, তাহলে অার এমন কথাবার্তা বলবেন না। বরং ওনার প্রতি রেসপেক্ট বেড়ে যাবে। উনি যথেষ্ট ভাল করেছে। এইসব নেগেটিভ মানসিকতা বাদ দেয়াই মনেহয় ভাল।
অামরা বাঙালীর হইলাম হাই ক্লাসের হারামী, একজনকে নিচে নামিয়ে নিজে উপরে উঠতে চায়, যেটা বড়ই দুঃখজনক। কিছু একটা পেলেই তারে নিয়া চুলকানো বাঙালীর অভ্যাসে পরিনত হইছে। একটা শ্রেনীই অাছে যাদের কাজ হলো ওনার পিছে লাগা। উনি চুল এমন কাটল
কেন, উনি প্যান্ট ঐ ভাবে পরে কেন, উনারে দেখতে ওমন কেন, ওনার বউ গান গায় কেন, ওনার বউ দেখতে এত সুন্দর কেন, ওনার নামের অাগে ডক্টর কেন, উনি উপন্যাস লিখলো কেন, এত টাকা কেন, উনি কখন পাদ দিলো, কখন কি বললো এইসব নিয়া চুলকানোই তাদের একমাত্র কাজ।
উনি যাই করুক ভাই তাতে অাপনার সমস্যা কি?
অাপনার এত জ্বলে কেন?

যখন দেখি, হিরো অালমের মতো লোকজনকে সেলিব্রেটি বানিয়েছিলো, ওরাই ওনার বদনাম করে।
হায়রে বাঙালী, পজেটিভ হলে, সব যায়গাই পজেটিভ হওয়া জরুরী। ওনারে অামাদের এপ্রসিয়েট করা উচিত ছিলো।

শেষমেশ বলবো, লোকটারে নিয়া যা করলেন, ঠিক করলেন না, অার কি এমন করছেন! কিছুই না। উনি সামনে অাবার বের করবে। উনি যদি রজনীকান্তের মতো হিরো হিসেবে অর্বিভাব ঘটান তা হইলেও অবাক হবার কিছু নাই। ওনার টাকা অাছে ভাই। অাপনার ইচ্ছা হইলেও অাপনিও এমন কিছু করেন।
অাপনার ইচ্ছা হলে ওনার গান শুইনেন, না হইলে না।
তবে লোকটা অাপনার মাথার উপরে বাঁশ দিয়া বাড়ি দেয় নাই যে লোকটারে অাপনি গালিগালাজ করবেন। এটা ঠিক না ভাই। ওনারে ওনার মতো থাকতে দেন, সেটাই ভাল। কথা হইলো, চর্ম যেমন অাপনার, হস্ত যেমন অাপনার, চুলকাবেন যেমন অাপনি, তেমনি উনিও ওনার গতিতে চলবে।
এটাই ভারসাম্য।
পারলে অামারে নিয়াও চুলকানি শুরু করে দিয়েন।

(বিঃ দ্রঃ উনি অামার অাত্মীয় স্বজন লাগে না । শান্তি চাই শান্তি।)

মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৮ দুপুর ২:০৮

ওবায়দুল হক বলেছেন: লিংক হব্বে ভাই? উনার গান শুনব। এখনো শুনার ভাগ্য হয় নি।

২০ শে জুন, ২০১৮ দুপুর ২:১৬

মুহাম্মদ তমাল বলেছেন: https://www.youtube.com/watch?v=dPnybzZzxKw

২০ শে জুন, ২০১৮ দুপুর ২:১৯

মুহাম্মদ তমাল বলেছেন: যদিও আপনি মশকরা করছেন, তবুও লিঙ্ক দিলাম।

২| ২০ শে জুন, ২০১৮ দুপুর ২:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

২০ শে জুন, ২০১৮ দুপুর ২:১৮

মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ২০ শে জুন, ২০১৮ দুপুর ২:২৯

গরল বলেছেন: যাই হোক উনাকে নিয়ে আর কেকাপ্পা নিয়ে বানান ট্রলগুলো সব সুপার হিট। উনার গান গুলো যদিও শোনা হয় নাই তবে একসময়কার নায়ক জসিমের চেয়ে ভাল হবে আন্দাজ করতে পারছি।

২০ শে জুন, ২০১৮ দুপুর ২:৩২

মুহাম্মদ তমাল বলেছেন: ভাই ,এই গুলা হলো ছ্যাঁচড়ামি, এক জনকে পচিয়ে নিজে উপরে ওঠার চেষ্টা। তারা অনেকাংশে সফলও...

৪| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৩:০০

লিংকন১১৫ বলেছেন: আসলে উনাকে নিয়া মজা বা ট্রল করে উনাকে হিট বানিয়ে দিয়েছে , আর উনি এটা ভালই বুঝতে পারছেন তাই উনি চালিয়ে যাচ্ছেন ।

২০ শে জুন, ২০১৮ বিকাল ৩:০৭

মুহাম্মদ তমাল বলেছেন: Any publicity is not good publicity

৫| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৯

একাল-সেকাল বলেছেন: পেটের ভিতর গুড় গুড় করছে, তাই বলেই ফেলি, নৃত্যানুষ্ঠানেও দর্শক হয়, আবার বানরের নাচ দেখতেও ভিড় করে লোকজন। তাইবলে বানরের নাচ কোন নৃত্যকলায় শেখানো হয়না। টিআরপি ‘র মাপকাঠিতে কোয়ালিটি খুঁজলে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে সফল গণতান্ত্রিক দেশ ! বাপ্পি লাহিড়ীর সুরে টাকা নাচে। যেমন টাকায় সার্টিফিকেট পাওয়া যায় তেমনি আরকি !
মাহফুজ সাহেবের টাকা আছে, গলা আছে, উনি গান গাক, নয়ত পান খাক, আমাদের কি ?
যার ভাল লাগবে, DVD কিনে সংগ্রহে রাখুক,
যার ভাল লাগবে না, না শুনুক,
যার ট্রল বানাতে ইচ্ছে করে বানাক, যার ইচ্ছা দেখুক, কোন আপত্তি থাকার কথা নয় । আমরা তো কাকের ডাক ও শুনি, স্বাধীন দেশ !!

২০ শে জুন, ২০১৮ রাত ১১:১৩

মুহাম্মদ তমাল বলেছেন: ভাই, আমিও আপনার কথার সাথে একমত। তবে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু কেউকে হেয় প্রতিপন্ন করতে পারেন না। গালিগালাজ করতে পারেন না। আমি এইটাই বুঝাতে চেয়েছি।। ধন্যবাদ। ওনার গান শোনার জন্য আমন্ত্রন রইল।।

৬| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি মাহফুজ গীতির ভক্ত।

২০ শে জুন, ২০১৮ রাত ১১:১৫

মুহাম্মদ তমাল বলেছেন: আমিও ওনার ফ্যান হয়ে গেছি। আজ অফিসে কাজের চাপ ছিলো না, পুরোটা দেখলাম। এবার খারাপ গায়নি একবারে।।

৭| ২০ শে জুন, ২০১৮ রাত ৯:১৪

সনেট কবি বলেছেন: শুনেছি তিনি ভাল গান করেন।

২০ শে জুন, ২০১৮ রাত ১১:১৭

মুহাম্মদ তমাল বলেছেন: হ্যাঁ ভাই, অনেক ভাল না, তবে ভালই গেয়েছেন এবার।। ধন্যবাদ।।

৮| ২০ শে জুন, ২০১৮ রাত ১১:৪২

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: ঠিক বলেছেন! তার টাকা আছে সে গান গাইতেছে ভিডিও বানাইতেছে।

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৩১

মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা নিবেন।।

৯| ২১ শে জুন, ২০১৮ রাত ১২:১০

শামচুল হক বলেছেন: কণ্ঠ বিধাতার দান, ছোট থাকতে অনেককেই দেখেছি খড়খড়া গলায় গান গেয়ে পুরো মাঠ মাতিয়ে রাখতো। তাদের হয়তো কণ্ঠ ভালো ছিল না কিন্তু গান গাওয়ার প্রবাল ইচছা ছিল, তেমনি মাহমুদুর রহমানেরও অবস্থা, এটা দোষের কিছু নয়।

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৩২

মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ ভাই।।

১০| ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:২৮

রাজীব নুর বলেছেন: আমি আপনার সাথে একমত।

২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৩

মুহাম্মদ তমাল বলেছেন: কৃতজ্ঞতা।।

১১| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: কণ্ঠ আল্লাহর শ্রেষ্ঠ দানগুলোর একটি। তাই এর যথাযথ ব্যবহার করা উচিত। আমাদের দৃষ্টিতে গান গাওয়া বা শুনা কোন শিল্পের পর্যায়ে পড়তে পারে কিন্তু ইসলামী শরিয়তে এর ব্যাখ্যা ভিন্ন।
কণ্ঠ দ্বারা যেমন অনৈতিক কথাবার্তার চর্চা ঠিক নয় তেমনি কারো নেতীবাচক সমালোচনাও ঠিক নয়।
তাই বোধগম্যতার সাথে রুচীশীল অনুশীলনে নিজেকে ব্যস্ত রাখা আর সমালোচনা থেকে দূরে থাকা দরকার।
একটা কথা সবসময় মনে রাখা ‍উচিত, সমালোচনার দ্বারা কিন্তু সমালোচকের আধ্যাত্বিক ক্ষতি সাধন হয়, সমালোচিতের নয়।

১২| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যদিও উনি নিজেকে প্রচারে ব্যস্ত তারপরও চেষ্টা করেত দোষ নেই।

২১ শে জুন, ২০১৮ দুপুর ১:৩১

মুহাম্মদ তমাল বলেছেন: মানুষের ওনার প্রতি আগ্রহের শেষ নাই। আমার মনেহয় উনি সেই সুযোগই কাজে লাগাচ্ছে। এবং সফলও হচ্ছে।।

১৩| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৩

ন্যায়দন্ড বলেছেন: বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত লোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.