![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশ শতকের অদৃষ্ট,সুপথের সন্ধানী তবু পথভ্রষ্ট,পূর্নতায় হৃদয় সিক্ত,রজক জয়ন্তী পূর্ন বন্দি অবশেষে মুক্ত।
অনিশ্চিত জীবনে খাদের কিনারায় দাঁড়িয়ে আছি,
পেছনে অপেক্ষা করছে ধ্বংস, নিঃশেষ, মৃত্যু এবং হারিয়ে যাবার ডাক।
ঘৃণা, অবহেলা, নির্লজ্জতা, উধাও বরণ করারটা শুধুই কিঞ্চিৎ সময়ের ফারাক।
কর্মহীন অকাল শূন্য মস্তিষ্কে খেলা করে নির্বুদ্ধিতা পড়ে রবে।
জানিনা কি হবে!
কিংবা কি পাবো!
শুধু জানি আমি ফুরিয়ে যাচ্ছি।
ফুরিয়ে যাচ্ছে সেই সময়গুলো,
যে সময়গুলো ছিলো সহস্র ক্ষণের দোদুল্যমান অপেক্ষা।
আমার সেই ক্ষণ,
তোমার গোছানো সব স্বপ্ন-
আমার অগোছালো সব উদ্ভট আনাড়ি আচরণ।
তবুও তুমি ছিলে, আমার ছায়াঘরে,
আমায় ঘিরে, শেষ আশ্রয় হয়ে-
শেষ হতে প্রথম প্রহরে।
তোমার চোখের সে সমুদ্রে অসংখ্য বার নিজেকে খুঁজেছি নাবিকের বেশে।
সমুদ্রের নোনাজল আর আমার অনুভূতিহীনতা যখন অশ্রুজল রূপ নিলো সুখের অগোচরে অবশেষে।
তুমি ছিলে এ বক্ষপট জুড়ে সমুদ্রদেবী সমতুল্য এক স্রষ্টার বর,
তারপর?
তারপর অনেকগুলো বছর, মাস, দিন, ক্ষণ, এভাবেই চলে যায়,
অপ্রাপ্তি, অভুক্তি, যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপের মতোই সময়।
তুমি আমি চলি এই শহরে, জীবন জীবিকার তাগিদে,
তোমার মন ভর্তি আবেগ, আমার উদর ভর্তি ক্ষিদে।
আমার কাছে শোকার্ত হৃদয় থেকে ক্ষুধার্ত উদর বেশী প্রিয়,
তুমি বাস্তবতার যাঁতাকলে পিষ্ট জীবনের শুভেচ্ছা নিও।
আমি লোকাল বাসের চাপা খেয়ে আর পরীক্ষা পাশের অভিপ্রায়ে,
পথ চলছি ধ্বংস সাথে নিয়ে, খুঁড়িয়ে খুঁড়িয়ে একপা দুপায়ে।
অথবা সুখী হতে সুখ বিসর্জনের ভিড়ে,
এক অপ্রতুল, মিথ্যে জীবনের ইশতিহারে।
তোমাকে কোন প্রতিশ্রুতি দেয়ার স্পর্ধা হয়ে ওঠেনি আজও অবধি।
সেই সব প্রতিশ্রুতি,
যা তুমি তোমার পুতুল খেলার বয়স থেকে অপেক্ষায় ছিলে নিরবধি।
কেউ তোমার হাতটা ধরে বলুক-
প্রিয়তা, এই হাতটা ছাড়বো কখনই,
প্রিয়তা তোমার চোখের সমুদ্রের ঐ প্রেমে হাবুডুবু খেয়ে মরতে চাই অনন্তকাল,
সময়টা এভাবেই চলুক।
যতটা কাল দরকার এক অমর অবিনশ্বর ভালোবাসার কাব্য রচনা করতে ঠিক ততকাল-
তার কিছুই হয়ে ওঠেনি তোমাকে,
আমার ভালোবাসা অযাচিত, অপ্রয়োজনীয়, ফুরিয়ে
যাওয়া সর্বৈব, চিরস্থায়ী নিষ্ফল।
কিভাবে হয়ে উঠবে বলো!
পৃথিবীতে যেখানে মৃত্যু ছাড়া কোন কিছুই নিশ্চিত নয়,
প্রতিশ্রুতি শব্দটা সেখানে অবান্তর।
আমায় ঘিরে রাখে মুখোশ, মিথ্যে, পাপ আর লোভের বলয়ে,
এভাবেই অনিশ্চয়তায় আমার দিন চলে।
অনেক হয়েছে, কাঁদাতে চাই না,
জেনে নিও, আমার কোন কিছুতেই ভয় নেই,
শুধু তোমার অশ্রুজল আর সৃষ্টিকর্তাকে ছাড়া,
কষ্টে থাকলেও হাসিমুখে বেঁচে থাকো,
দেখা হবে ওপারে,
সৃষ্টিকর্তা অভিমুখে, ততদিন থেকো প্রিয়তা আমি হারা!
২৯ শে মার্চ, ২০২০ রাত ৯:৪৮
মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ ভাই। ভালবাসা নিবেন এক বস্তা।
২| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:০২
রিফ্রাক্শন বলেছেন: পৃথিবীতে যেখানে মৃত্যু ছাড়া কোন কিছুই নিশ্চিত নয়, প্রতিশ্রুতি শব্দটা সেখানে অবান্তর।
অসাধারণ লিখেছেন।
২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:১০
মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ ভাই। শুভেচ্ছা নিবেন।
৩| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। ভালবাসা নিবেন এক বস্তা।
এক বস্তা ভালোবাসা দিয়ে আমাদের পুরো এলাকার হয়ে যাবে। ধন্যবাদ।
২৯ শে মার্চ, ২০২০ রাত ১০:১৩
মুহাম্মদ তমাল বলেছেন: তাহলে এক ব্যাগ নেন।
৪| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৯ শে মার্চ, ২০২০ রাত ১১:১৭
মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ২৯ শে মার্চ, ২০২০ রাত ১১:২০
নেওয়াজ আলি বলেছেন: সুকোমল ভাবনা
২৯ শে মার্চ, ২০২০ রাত ১১:২৪
মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ ভাই। কোমল হৃদয়ের শুভেচ্ছা নিবেন।
৬| ৩০ শে মার্চ, ২০২০ রাত ১২:৫৯
আর. হোসাইন বলেছেন: অসাধারণ!
৩০ শে মার্চ, ২০২০ রাত ৩:৫৩
মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ ভাই। ভালবাসা রইল অবিরাম।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০২০ রাত ৯:৪১
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।