নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তমাল। তমাল মানে তমাল বৃক্ষ! আমি বৃক্ষের মতোই সরল, সহজ এবং মোহনিয়। পেশায় একজন পুরঃ কৌশল প্রকৌশলী। কাজ করেছি দেশের স্বনামধন্য কোন এক দপ্তরে। বর্তমানে উচ্চশিক্ষার জন্য জার্মানীতে অবস্থান করছি। আমি ভালবাসি মানুষ,দেশ এবং পরিবেশ। ধন্যবাদ।

মুহাম্মদ তমাল

একুশ শতকের অদৃষ্ট,সুপথের সন্ধানী তবু পথভ্রষ্ট,পূর্নতায় হৃদয় সিক্ত,রজক জয়ন্তী পূর্ন বন্দি অবশেষে মুক্ত।

মুহাম্মদ তমাল › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ শিরোনাম

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ২:৪৮



তুমি খবর শুনেছো?
তুমি লুট হয়ে গেছো, বেদখল মনের অলিগলি।
ভিনদেশী আগন্তুকে ঘাঁটি গেড়েছে, প্রেমের তাবু ফেলি।
রাজ্যেশ্বরী তোমাতে তবে তার হুকুম চলে,
কুলুপ এটে তুমি মুখে!
ভালবাসার ছলাকলায় ভুলে গেছো সবটা সখি-
একাকিত্বে না, কতটাই ছিলে সুখে!

অস্ত্রের ঝনঝনানি, গোলাবারুদের ঘানি,
কোথায় তোমার সেই জৌলুশ?
বেদুঈনের ঝলক হাসিতে, চোখের পলকে, তাহার প্রনয়ে বেহুশ!

সৈন্যদল পাঠাও, সে নাবিক হটাও,
নয়তো ঘোর বিপদ সন্নিকটে,
হয়তো আজীন সে তোমারে অর্ধাঙ্গিনী করে নিবে,
তোমার সম্রাট বনে যাবে, যে নোঙর ফেলেছিলো ঘাটে।

ভাবা যায়! কি সাংঘাতিক কথা!
তুমি হেরে যাবে এ খেলায়?
জগৎ জানে তুমি সর্বশেষ্ঠা রানী, খুয়িও সে অর্জন হেলায় ফেলায়।

খবর নিও তুমি, সখি অথবা কারো মহারাণী,
কতজনে তোমাকে চায়,
চাঁদের আলো টুকু নিঙড়ে পড়ে সব ঘরে, চাঁদটা কজন পায়!
তুমি তোমার তরী, বেঁধো সে তরু তলে, মনের আগর দিয়ে,
যে তরু তোমারে ভালবাসা দিবে, শেষ নিশ্বাস অবধি,
তার সম্রাজী করে নিবে, হৃদ মরুকুঞ্জের সবটা নিংড়িয়ে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

৩০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৫৪

মুহাম্মদ তমাল বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ৩০ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৬

নেওয়াজ আলি বলেছেন: লেখা পড়ে মন পুলকিত হল।

৩০ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৯

মুহাম্মদ তমাল বলেছেন: শুভেচ্ছা নিবেন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.