নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশ শতকের অদৃষ্ট,সুপথের সন্ধানী তবু পথভ্রষ্ট,পূর্নতায় হৃদয় সিক্ত,রজক জয়ন্তী পূর্ন বন্দি অবশেষে মুক্ত।
ভাই রে ভাই,
আম্লীগের মন্ত্রীরা মাঝেমাঝে কিছু অমৃত, কোমল, মোহনিয়, মধুর, হৃদয় শীতল করন স্বর্গীয় কিছু বানী ছাড়েন জাতীর উদ্দেশ্যে, যা নিয়ে আপনি আমি বেশ ক্ষেপে যাই, রেগে যাই, গালাগালি করি, মন্ত্রীদের চোদ্দগুষ্টি উদ্ধার করি ইত্যাদি ইত্যাদি।
তবে আমরা কেউই আসল ঘটনা বুঝতে পারি না। আসল ঘটনা হচ্ছে, আমাদের দেশের জনগন যখন সারা বিশ্বের পরিস্থিতি দেখে, চরম হতাশ,ভীত সন্ত্রস্ত, উৎকন্ঠা, শঙ্কা, আশংকায় ঘরে বসে বসে বোরিং দিন কাটায় তখন আমাদের রাষ্ট্রের পরম, চরম, গন্য, মান্য, মেধাবী, জ্ঞানী, গুনী এবং বুদ্ধিমান মন্ত্রী মহোদয়েরা জনগনকে ভালবেসে, জনকল্যাণের জন্য, আমাদের ভয় এবং লনলি নেস লাঘব করার জন্যই জাতীর সম্মুখে এইসব জোকস উপস্থাপন করেন। আর এটাই আমরা বুঝবার পারি না! হাউ বোকা আমরা!
আপনার কি মনেহয়? এতবড় অবস্থান থেকে সিরিয়াসলি ঐ সব কথাবার্তা বলা যায়?
মোটেও যায় না। পরিস্থিতি ভয়াবহ সেটা আপনি আমি, মন্ত্রী মহোদয় সবাই উপলব্ধি করতে পারি। কারন এটা জ্বলজ্বল করে জ্বলতে থাকা সত্যের মতো।
তারা আমাদের মতো ভীত জাতীকে মনে সাহস যোগাতে এসব জোকস বলেন, যেটা নিঃসন্দেহে প্রসংশার দাবী রাখে। তালিয়া হপ্পে।
মরার ভয় সবারই আছে ব্রাদার। কি মনেহয়? আম্লীগ করোনা ভাইরাসরে বিম্পির মতো পিটাইয়া ঘরে বসিয়ে রাখতে পারবে? উহু না রে ভাই। তারাও ভয় পাচ্ছে, এবং তারাও জানে সামনে ভয়াবহ পরিস্থিতি আসবে। আপনার কি মনেহয় তারা এতই স্টুপিড?
মোটেও না, তারা এক একজন পাক্কা শিয়াল। তা না হলে পা চেটে এনারা এতদুর আসতে পারিতেন না। এতদুর আসতে বহুত বুদ্ধি, অর্থ, শ্রম,সময়, চাটা, তেল, পেশী শক্তি দরকার হয়।
যেটা তাদের আছে, আপনার আমার নাই।
তাই ওনাদের কথা কেউ সিরিয়াসলি নিয়েন না ব্রাদার।
হায়রে, ভাইরে ভাই, ঐসব জোকস ছিলো।
পজেটিভ ভাবে চিন্তা করেন। তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করুন।
কোনটা জোকস আর কোনটা সিরিয়াস এটা তো বুঝতে হবে ব্রাদার ।
তাই ওনাদের কথায় কান না দিয়ে সেটা বিনোদন হিসেবে নিয়ে ঘরে বসে থাকুন নিজের, পরিবার এবং দেশের জন্য।
গ্রো আপ ম্যান।
বি হ্যাপি।
স্টে হোম।
কনটিনিউ ইউর ঘুম।
৩০ শে মার্চ, ২০২০ রাত ৯:৪১
মুহাম্মদ তমাল বলেছেন: সবকিছুই নিজ নয়নে দেখা লাগবেই?
২| ৩০ শে মার্চ, ২০২০ রাত ৯:৪১
রাজীব নুর বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজী সেদিন এক পোষ্টে বলেছেন, আমেরিকানরা কুকুর পোষেন আর শেখ হাসিনা পোষেন খচ্চর। এই কথার উপরে আর কোনো কথা নেই।
৩০ শে মার্চ, ২০২০ রাত ৯:৪৩
মুহাম্মদ তমাল বলেছেন: চাঁদগাজী একজন সাচ্চা লিভিং লিজেন্ড । :-D :-D
৩| ৩০ শে মার্চ, ২০২০ রাত ১০:৩৪
মা.হাসান বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয়ের আর কোন ভুল কথা বলেছেন বলে তো মনে হলো না। আপনি মাননীয় সংসদ সদস্য জনাব শামীম ওসমান সাহেবের বক্তব্য হয়তো শুনেননি । ইউটিউবে খুঁজে দেখতে পারেন ।
৩০ শে মার্চ, ২০২০ রাত ১০:৫৭
মুহাম্মদ তমাল বলেছেন: মন্ত্রী মহোদয়েরা অনেক ভাল। ওনাদের দেখলেই আমার ভাল্লাগে।
৪| ৩১ শে মার্চ, ২০২০ রাত ১২:২৯
নীল আকাশ বলেছেন: এরা আমাদের প্রতিনিয়ত বিনে পয়সায় ব্যাপক বিনোদন দেয়।
আগে বাচ্চাদের সাথে বসে কার্টুন দেখতাম, এরা ক্ষমতায় আসার পর কার্টুন দেখা
বাদ দিয়েছি। এরা থাকতে আর কিছু লাগে নাকি?
৩১ শে মার্চ, ২০২০ রাত ১:০১
মুহাম্মদ তমাল বলেছেন: আর কিছুই লাগে না। তাদের প্রতি অপার কৃতজ্ঞতা।
৫| ৩১ শে মার্চ, ২০২০ রাত ১২:৪৪
নেওয়াজ আলি বলেছেন:
৩১ শে মার্চ, ২০২০ রাত ১:০২
মুহাম্মদ তমাল বলেছেন: তিনি হয়তো আসলে জানেনই না আসে ভেন্টিলেটর জিনিস টা কি, তাই এই মন্তব্য করেছেন। অথবা তার উদ্দেশ্য ছিলো জনগনেকে বিনোদন দেয়া। সেই দিক দিয়ে তারে কৃতজ্ঞতা জানানো উচিত।
৬| ৩১ শে মার্চ, ২০২০ রাত ১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সত্যি তাদের হয়তো কোন জবাব দিহিতা নেই। নাহলে এভাবে প্রলাপ বকেন কিভাবে?
৩১ শে মার্চ, ২০২০ রাত ১:১০
মুহাম্মদ তমাল বলেছেন: দেশটা তাদের বাপ দাদার। বকতেই পারেন। তাতে আপনার আমার কি!
৭| ৩১ শে মার্চ, ২০২০ রাত ২:২৩
আর. হোসাইন বলেছেন: ইংরেজি সাহিত্যে পড়াশোনা করা স্বাস্থ্যমন্ত্রী এতো এতো বিনোদন দিচ্ছেন যা আমাদের একাকিত্বকে আমরা ভুলেই গেছি!
৩১ শে মার্চ, ২০২০ রাত ২:৫৫
মুহাম্মদ তমাল বলেছেন: বেঁচে আছি তাদের এই নিখাদ বিনোদনে। তা নাহলে জীবনটা পানসে হয়ে যেতো। তাদের ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০২০ রাত ৯:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যা দেখবেন না নিজ নয়নে
তা ব্শ্বিাস করব্নে না গুরুর বচনে।
গ্রো আপ ম্যান, বি প্রাকটিক্যাল